সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তাল সমুদ্র, বাংলার উপকূলীয় এলাকায় জা’রি লাল স’ত’র্ক’তা

ইতিমধ্যেই বঙ্গোপসাগরের নিম্নচাপ এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গত শনিবার বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তার অবস্থান এখনো উড়িষ্যার উপকূলে।

তবে এই নিন্মচাপ এখন অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে, তার কারণে আরও বেশী ভয় বাড়ছে উপকূলীয় জেলাগুলোতে। এই নিন্মচাপ নাকি আগামী ৪৮ ঘন্টায় আরও শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে চলেছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয়, তাহলে পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত এলাকায় সকাল থেকে মাইকিং শুরু হয়েছে।পর্যটকদের উদ্দেশ্যে বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে, বিশেষ করে প্রশাসনের কথামতো তাদের নির্দিষ্ট সময়ের মতো জলে নামার নির্দেশ দেওয়া হচ্ছে ও কোমড় জলের বেশী জলে নামতে বারণ করা হচ্ছে।

আরো পড়ুন: সহমরণ! স্বামীর চিতার সামনেই গায়ে আ’গু’ন নিয়ে আ’ত্ম’হ’ত্যা স্ত্রীর

আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে ৯-১০-১১ আগস্ট এই তিন দিন দক্ষিণ বঙ্গ সমস্ত জেলাতেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে।

সবথেকে বেশি ওড়িশা উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে ঝড়ো হাওয়া। পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার দাপটও থাকবে সেটা বলা হয়েছে।

বিশেষ করেদিঘা, মন্দারমনি, তাজপুর, বকখালিতে যারা পর্যটক রয়েছে তাদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। এদিকে ১১ আগষ্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।