সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২১ কেজি ওজনের বি’র’ল প্রজাতির মাছ উ’ঠে এ’লো জালে, বি’ক্রি হ’লো ১৮ হাজার টা’কা’য়

সুন্দরবনের রায়মঙ্গল নদীতে ধরা পড়ল একটি বড় আকারের মাছ। এই মাছটি ক্রোকোডাইল প্রজাতির বলে জানা গিয়েছে। মাছটি ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। এই মাছটি ধরা পড়েছে মৎস্যজীবী অনুপ মন্ডলের জালে।

জানা গিয়েছে মাছটির রং একেবারে ধূসর কালো রংয়ের এবং লম্বায় এটি ৩ ফফুট, চওড়া এক ফুট। সবথেকে বিস্ময়কর ব্যাপার হলো মাছটির ওজন ২১ কেজি ২০০ গ্রাম। অর্থাৎ ওজন দেখেই বোঝা যাচ্ছে যে মাছটি কতটা বড়ো।

এই মাছটির বিজ্ঞানসম্মত নাম পাপ্পিলোকুলিসেপ্স লঙ্গিসেপ্স। জানা গিয়েছে যে এই ধরনের মাছ অনেকেই তাদের বাড়িতে অ্যাকুরিয়ামের রেখে থাকেন। এই মাছ গুলি বিশেষ করে দেখা যায় বঙ্গোপসাগরে।

আরো পড়ুন: “নো এন্ট্রি”-র সিক্যুয়েল আ’স’ছে শীঘ্রই, কে কে থাকছেন নতুন ফি’ল্মে?

তবে সুন্দরবনের এই নদীতে ধরা পড়ায় মৎস্যজীবীরা অনুমান করছেন যে, হয়তো সুন্দরবনের বাংলাদেশ-ভারত সীমান্তে বঙ্গোপসাগরের থেকে এই মাছটি পথ ভুল করে এই নদীতেই এসে পড়েছে।

খুব বড় এবং এত ওজনের মাছটি অবশ্যই বিরল প্রজাতির মাছ, সেই জন্যেই এই মাছটিকে দেখার জন্যই তাই রায়মঙ্গলের বাসিন্দারা জমায়েত হয়েছে। মাছটি বাজারে আনার পর সেটার দাম দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩০ টাকা।