সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ছুটির দিনটিতে সকাল ও সন্ধ্যায় বিশেষ টো’ট’কা পালন করুন, দুঃসময় ব’দ’লে যা’বে সুসময়ে!

আমাদের জীবনে ভালো সময় খুব কম সময়ের জন্যই আসে, বেশিরভাগটাই খারাপ সময়কে নিয়েই কাটাতে হয় আর তাই হয়তো ভালো সময়ের এত কদর। তবে জীবনে যখন খারাপ সময় চলতেই থাকে ভালোর ভালো কিছুই হয় না তখন মানুষ হতাশ হয়ে পড়ে, স্বরণাপন্ন হয় শাস্ত্রের। নিজের ভাগ্য পরীক্ষা করতে চায় তখন মানুষ।

জ্যোতিষ শাস্ত্রে রয়েছে, একাধিক সমস্যা থেকে মুক্তির উপায়। তবে, সঠিক দিনে ও সঠিক সময় টোটকা পালন করলে তবেই মিলবে উপকার।  আর রইল চারটি গুরুত্বপূর্ণ জ্যোতিষ টোটকার হদিশ। রবিবার সকালে ও সন্ধ্যায় পালন করুন এই চার টোটকা, কেটে যাবে দুঃসময়। দেখে নিন কী কী করবেন।

রবিবার সকালে: স্নান সেরে নিন ঝটপট এইদিন। তারপর পরিষ্কার পোশাক পরিধান করুন। এবার পালন করুন বিশেষ টোটকা। স্নান সেরে সূর্য দেবকে অর্ঘ্য দিন। এই সময় ‘ওম সূর্যায় নমঃ ওম বাসুদেবায় নমঃ ওম আদিত্য নমঃ’ মন্ত্র পাঠ করুন। প্রতি রবিবার এই মন্ত্র পাঠ করে সূর্য দেবকে অর্ঘ্য নিবেদনে মিলবে উপকার। এই দিন অবশ্যই কপালে তিলক লাগান। এতে ভাগ্যের উন্নতি হবে।

শাস্ত্র মতে, প্রতি রবিরার সকালে স্নান সেরে মন্ত্র পাঠ করে সূর্য দেবকে অর্ঘ্য নিবেদন করুন। তারপর টিকা লাগান। কপালে চন্দনের তিলক লাগানো শুভ বলে গণ্য করা হয় তাই এই টিপস মেনে চললে জীবনে খারাপ সময় কেটে যাবে।

আরো খবর: নিয়োগ দু’র্নী’তিতে জর্জরিত শাসক শি’বি’র, তেহট্টর বিধায়ক তাপস সাহার বি’রু’দ্ধে মামলা হাইকোর্টে

রবিবার সন্ধ্যায়: প্রতি রবিবার সন্ধ্যায় ঘি-র প্রদীপ জ্বালান। আর এই প্রদীপ রাখুন বাড়ির প্রবেশ দ্বারে। এতে মা লক্ষ্মী প্রবেশ করে বলে মনে করা হয়। কারো অর্থ সংক্রান্ত সমস্যা অনেক সময় চলতেই থাকে এটা শেষ কোনো ভাবেই হয় না তাই আর্থিক সংকট থেকে বাঁচতে করতে পারেন এই টোটকা। প্রতি রবিবার বাড়ির প্রবেশ দ্বারে ঘি-র প্রদীপ রাখলে মা লক্ষ্মী তুষ্ট হন। এই পথ দিয়ে আপনার ঘরে প্রবেশ করেন।

মেনে চলুন এই বিশেষ টোটকা মিলবে উপকার। এছাড়াও, রবিবার নানা দ্রব্যাদি দান করা শুভ। গুড়, দুধ, চাল ও বস্ত্র দান করতে পারেন এই দিন এতে ভাগ্যে উন্নতি আসে। এই দিন দরিদ্রদের দান করুন। এতে মিলবে উপকার। এভাবে প্রতি রবিবার পালন করুন টোটকা। জীবনের খারাপ সময় কাটাতে এই টোটকা বেশ উপকারী। শাস্ত্র মতে, রবিবার সকালে ও সন্ধ্যায় এগুলো মেনে চললে অনেক খারাপ প্রভাব নিজের জীবন থেকে দূর করা সম্ভব।