সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডিম কিনতে গি’য়ে ঘাম ছু’ট’ছে জনতার, এখন প্রতি পিস ক’তো দা’ম জানুন

বর্তমান সময়ে পেট্রল–ডিজেলের দাম আকাশছোঁয়া। রোজই ভোজ্য তেলের দাম বাড়ছে । এমনকী মুরগির মাংস ২৫০ টাকাতে পৌঁছেছে।

এবার ডিমও মধ্যবিত্ত বাঙালির নাগালের বাইরে চলে গেল। সেই ডিমের দাম বাড়তে বাড়তে ডিম এখন সাত টাকা পিস হয়ে দাঁড়িয়েছে।

এক ট্রে ডিম এখন ২০০ টাকা ছুঁইছুঁই বাজারে। এমনকি খুচরো নিলে দাম আরও বেশি। বাজার সূত্রে খবর, জুলাই মাসেই ১৩ থেকে ১৪ টাকা হয়েছে জোড়া খুচরো ডিম।

আরো পড়ুন: অজিত দোভাল সপরিবারে দার্জিলিংয়ে, শুধুই কি ছুটি কা’টা’তে? না অন্য কিছু?

বেড়েছে পাইকারি ডিমের দামও। ১২ টাকা জোড়া কয়েকদিন আগেও খুচরো ডিম বিক্রি হয়েছে । অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা থেকে আমদানি করা পাইকারি ডিমের দাম বাড়ায় এই বিপত্তি দেখা দিয়েছে।

গত একমাসে এক জোড়া ডিমের দাম গড়ে তিন টাকা করে বেড়েছে।