সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হৈমন্তীর ফ্ল্যাট থেকে উ’দ্ধা’র র’হ’স্য’জ’ন’ক রোল নম্বর লেখা কাগজ

তথ্য: টিভি ৯ বাংলা

এবার হৈমন্তী গাঙ্গুলীর ফ্ল্যাট থেকে উদ্ধার হল বেশ কিছু রহস্য। রহস্যের নাম কতগুলো ছাপার অক্ষরে লেখা কাগজ এবং সিরিয়াল নম্বর। ৯ ডিজিটের ওই সিরিয়াল নম্বর গুলি দেখে তদন্তকারী আধিকারিকদের অনুমান ওগুলো আসলে রোল নম্বর। বেহালায় হৈমন্তীর ফ্ল্যাট থেকে শনিবার এই কাগজ উদ্ধারের পর নিয়োগ দুর্নীতিতে আরো আষ্টেপৃষ্ঠে তাকে বেঁধে ফেললেন সিবিআই আধিকারিকরা।

তদন্তকারী আধিকারিকদের অনুমান ওগুলো আসলে রোল নম্বর তবে কিসের রোল নম্বর তা এখনো পর্যন্ত জানা যায়নি। ডাস্টবিনের একটি প্রান্ত থেকে উদ্ধার হয়েছে কতগুলো কাগজ। রোল নম্বর সাধারণত ৯ ডিজিটের হয়ে থাকে। শুক্রবার ওই জায়গা থেকে উদ্ধার হয়েছিল কয়েকটি ছবির স্ক্রিপ্ট।

নোংরা আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হল সন্দেহজনক দুটি কাগজ। ওই স্তুপে রয়েছে কম্বল বাক্স বস্তা এবং কিছু বিয়ের কার্ড। বেশ কয়েকটি কাগজে নাম লেখা রয়েছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের।

আরো খবর: কেন বি’য়ে’র প্রথম বছরেই ডি’ভো’র্স হয়েছে রচনার? কেন সিদ্ধান্তকে নিয়ে সংসার করতে পারেননি অভিনেত্রী?

নিয়োগ সংক্রান্ত রোল নম্বর এর সঙ্গে যেমন ভাবে সিরিয়াল নম্বর লেখা থাকে ওই কাগজেও একই ভাবে লেখা রয়েছে। কিছু শেয়ারের কাগজ পাওয়া গিয়েছে ওখান থেকে। সই রয়েছে হৈমন্তীর।

আর সেখানে ঠিকানা দেওয়া রয়েছে কাঠুরিয়া পাড়া উত্তর বাগসারা। এর থেকে স্বাভাবিকভাবে অনুমান করা হচ্ছে নিয়োগ দুর্নীতির সঙ্গে সত্যিই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী।