Home রাজ্য OMG: সরকারি চা’ক’রি পাওয়ার জন্য নিজেদের “মাওবাদী” ব’লে প’রি’চ’য়! চি’ন্তা’য় পুলিশ প্রশাসন

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: সরকারি চা’ক’রি পাওয়ার জন্য নিজেদের “মাওবাদী” ব’লে প’রি’চ’য়! চি’ন্তা’য় পুলিশ প্রশাসন

মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য নতুন পন্থা নিয়েছে রাজ্য সরকার। দেওয়া হয়েছে সরকারি চাকরির আশ্বাস। অর্থাৎ যে সরকারি চাকরি যোগাড় করার জন্য বড় বড় ডিগ্রিধারী বেকার যুবক যুবতীরা দিনরাত খেটে পরিশ্রম করছেন, তাদের আশায় জল ঢেলে দিয়ে একসময় অসামাজিক কার্যকলাপে জড়িত মাওবাদীদের হাতে তুলে দেওয়া হচ্ছে চাকরির নিয়োগপত্র! তাই শিক্ষাগত যোগ্যতার ডিগ্রী ভুলে বেকার যুবক-যুবতীরা এখন মাওবাদী ডিগ্রী নিতেই ব্যস্ত!

পুরুলিয়াতে সম্প্রতি ১৯ জন প্রাক্তন মাওবাদীকে পুলিশ বিভাগে চাকরি দেওয়া হয়েছে। সেই চাকরি পাওয়ার জন্য আবেদন করতে শুরু করেছেন শিক্ষিত বেকার যুবক যুবতীরাও। এর জন্য তারা নিজেদের মাওবাদী বলে পরিচয় দিচ্ছেন। পশ্চিমবঙ্গের বেকারত্বের অবস্থা এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। পরিস্থিতি এমনই যে কে আসল মাওবাদী এবং কে নন, তা পরীক্ষা করতে গিয়ে নাজেহাল অবস্থা পুলিশ বিভাগের কর্মকর্তাদের।

মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য সরকার। সেইমতো এ পর্যন্ত মোট ২০৬ জন প্রাক্তন মাওবাদী হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। গত সোমবার পুলিশ বিভাগে চাকরি পেয়েছেন ১৯ জন। নিয়োগপত্র হাতে পাওয়ার পর এদের পাঠানো হবে ট্রেনিংয়ে। ৪২ দিন ধরে ট্রেনিং চলার পর এদের হাতেই প্রশাসনের দায়িত্ব তুলে দেওয়া হবে।

তবে এই নিয়োগ সম্পন্ন করতে গিয়ে দেখা যাচ্ছে বেকার যুবক যুবতীরা নিজেদের মাওবাদী বলে মিথ্যা পরিচয় দিয়ে চাকরি নেওয়ার চেষ্টা করছেন। তাই ভুয়ো মাওবাদীদের চিহ্নিত করতে গিয়ে নিয়োগ প্রক্রিয়ায় দেরি হচ্ছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা। নিজেদের মাওবাদী বলে পরিচয় দিলেই সহজে চাকরি পাওয়া যাবে! এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না পুরুলিয়া জেলার শিক্ষিত বেকার যুবক-যুবতীরা।