সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সংসারে’র আ’র্থি’ক অন’টন’কে দূর ক’র’তে মেনে চ’লু’ন বাস্তু’শাস্ত্রের এই নি’য়’ম গুলি

সংসারের আর্থিক অনটনকে দূর করতে মেনে চলুন বাস্তুশাস্ত্রের এই নিয়ম গুলি

বাস্তুশাস্ত্র মতে এমন অনেক ধরনের জিনিস আছে যেগুলো যদি আপনি অবমাননা করেন বা তাচ্ছিল্য করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে সর্বদা আর্থিক অভাব অনটন রোগব্যাধি ইত্যাদি লেগেই থাকবে। তাই ঘর করার পাশাপাশি অতি অবশ্যই বাস্তুশাস্ত্র মতে জেনে নিতে হবে সেই সমস্ত বিষয়গুলি। এমনকি তার পাশাপাশি আপনাকে এটাও জানতে হবে যে কোন জিনিস কোথায় রাখলে সবথেকে বেশি উপকারী হয় ।

এছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় আর্থিক অভাব অনটনকে এড়িয়ে চলতে। সকলেই ধনী হতে চান। কিন্তু মানুষ চাইলেই আর সবকিছু হয় না। ভাগ্যেও তো থাকতে হবে। কিন্তু মানুষ যদি চায় তাহলে সে নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে এমন একটি কাজ আছে যা করলে আপনার অর্থ ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে। তাহলে দেরী না করে জেনে নেওয়া যাক সেই কাজটি আসলে কী।

বাস্তুশাস্ত্র মতে বাড়ির উঠোনে তুলসী গাছ থাকা অত্যন্ত কার্যকরী। আর কমবেশি প্রতিটি হিন্দু বাড়িতেই তুলসী গাছ তথা তুলসী মঞ্চ থাকে এবং সকাল-সন্ধ্যায় সেখানে ধূপও দেওয়া হয়। তুলসী গাছের নানা ঔষধি গুণ সম্পর্কে আমরা অনেকেই অবহিত। কিন্তু জানেন কি সেই তুলসী গাছের সঙ্গে যোগাযোগ রয়েছে আর্থিক সচ্ছলতার।

হিন্দু শাস্ত্রে তুলসী গাছকে লক্ষী নারায়নের স্বরূপ হিসেবে ধরা হয়। সেখানে লক্ষীনারায়ণের অবস্থান। তাই তুলসী গাছের প্রতি অবহেলা করা হলে লক্ষীদেবী রুষ্ট হন। আর অন্যদিকে তুলসী গাছের চারপাশ পরিষ্কার থাকলে লক্ষীনারায়ণ সন্তুষ্ট হবেন। এর ফলে আর্থিক সমৃদ্ধি ঘটে।

আবার অনেক সময় অনেক বাড়িতে তুলসী গাছের পাশে জলভর্তি বালতি রাখতে দেখা যায়। এই কাজটি ভুলেও করবেন না কারণ তুলসী গাছের পাশে জলভর্তি বালতি রাখলে গোটা পরিবারের দিকে একটি নেগেটিভ শক্তি আকর্ষিত হয়।

তুলসী গাছের পাশে কখনো ভুলবশত চটি জুতো খুলে রাখা ঠিক নয়। এতে মাতা লক্ষ্মী রুষ্ট হন, আর তার ফলে অর্থভাগ্যের অবনতি অবশ্যম্ভাবী। তাই অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হতে চাইলে এই ভুল কাজগুলো এড়িয়ে চলুন।