সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন মাওবাদী তৃণমূলের স’ঙ্গে খে’ল’বে, ঝাড়গ্রামে পোস্টার চো’খে পড়তেই ব্যা’প’ক চা’ঞ্চ’ল্য

পশ্চিমবঙ্গতে বসবাস করেন, কিন্তু “খেলা হবে” স্লোগান সম্পর্কে অবগত নন, এটা কি মানা যায়? কখনই না। বাংলার গত বিধানসভায় খেলা হবে স্লোগান এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে সেটা রাজনৈতিক ময়দান থেকে মাধ্যমিক পরীক্ষা পত্র পর্যন্ত চলে গেছে।

কিন্তু এবার জঙ্গলমহলে মাওবাদীদের তরফ থেকে খেলা হবে পোস্টার। তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এই পোস্টার নিয়ে শুরু হয়েছে জল্পনা। ঝাড়গ্রামের মানিকপাড়ায় মাওবাদীদের এই পোস্টার, যা তৃণমূল নেতাদের বিরুদ্ধে।

পোস্টারে উল্লেখ করা হয়েছে, এতদিন জনগণের সঙ্গে তৃণমূল খেলা করেছে আর এবার মাওবাদীরা তাদের সঙ্গে খেলবে। স্বভাবতই এই পোস্টার কাণ্ডের পর ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন এলাকাবাসীরা।

আরো পড়ুন: ম’ল’ত্যা’গ না করে দা’ন করে দিন! ক্র’ম’শ বা’ড়’ছে চা’হি’দা, জানুন কারণ

তবে এটাই কি প্রথম? তা কিন্তু নয়। এর আগেও  বাঁকুড়ার বারিকুল থানার কেন্দতল মোড় এলাকায় গাছের সঙ্গে পোস্টার ঝুলতে দেখা যায়। তাছাড়া গড়বেতা থানার গনগনি অঞ্চলেও দেখা গেছে মাওবাদীদের পোস্টার।

ইতিমধ্যেই হাই এলার্ট জারি করা হয়েছে, জঙ্গলমহল জুড়ে পুলিশ প্রশাসন তাদের তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার জানিয়েছেন, আমরা এলাকায় নজরদারী সহ সমস্ত ব্যবস্হা মজবুত করে তুলেছি। এরমধ্যেই নাকি এক ব্যক্তি কে গুলী করা হয়েছে, যিনি এখন হাসপাতালে ভর্তি।