সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একটা স্ট্যাচু তৈ’রি করে নেতাজিকে ভালোবাসা যা’য় না, মোদিকে তো’প মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন। দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির সুভাষ চন্দ্র বসুর মূর্তি তৈরি প্রসঙ্গ তুলে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “একটা মূর্তি গড়লেই নেতাজিকে ভালবাসা যায় না। অমর জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি বসালে দেশপ্রেম হয় না ওয়ার মেমোরিয়াল নিয়ে এখন রাজনীতি হচ্ছে। প্রজাতন্ত্র দিবসে একটা নেতাজির ট্যাবলো থাকলে কী অসুবিধে হত? এতদিন পর কেন নেতাজির স্ট্যাচু তৈরির কথা মনে পড়ল?’’

এদিন ময়দানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী পালন করা হয়। সেই অনুষ্ঠানে একের পরে এক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমর জ্যোতি নেভানো নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি।

একইসঙ্গে তিনি, কেন এতদিন নেতাজির মূর্তি বসানোর কথা কেন্দ্রের মনে পড়ল সেই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তাঁর বক্তব্যে উঠে এসেছে ট্যাবলো ইস্যুও। তিনি বলেন, “প্রজাতন্ত্র দিবসে একটা নেতাজির ট্যাবলো থাকলে কী অসুবিধে হত? নেতাজির ট্যাবলো কেন বাতিল করেছেন, আমাদের জানানো হয়নি। নেতাজির ট্যাবলো আমাদের রেড রোডে চলবে। “