সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শাসক দলের অনেক পঞ্চায়েত সদস্য দিনরাত টা’কা তো’লে! অভিযোগ তোলেন দলীয় জেলা পরিষদের সভাধিপতি

পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস দলীয় এক কর্মীসভায় তৃণমূলের বিরুদ্ধেই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে। এদিন ওই বৈঠকে দলের কর্মীদের উদ্দ্যেশ্য করে তিনি বলেন, যারা নেতা হয়েছে, তারা কীভাবে নির্বাচিত হয়েছে, সবাই জানি।

কেউ বাইকে, কেউ হেঁটে ঘুরে বেড়াচ্ছে। শুধু টাকা কোথা থেকে আসে? ভোটের পর চেয়ারে বসে নিজেরাই নিজেদের এক একটা দল বলে ভাবছে। মুহূর্তেই তাঁর এহেন ভিডিও ভাইরাল হয়।

তৃণমূল নেতার এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই তীব্র অস্বস্তিতে পড়ে যায় দল। দলের উচ্চ স্তরের নেতৃত্বের তরফে প্রশ্ন তোলা হয়, যদি দলের বিরুদ্ধে ক্ষোভ থেকেই থাকে তাহলে সেই সমস্ত কিছুই জেলাস্তরের বৈঠকে জানাতে পারতেন সমীর বিশ্বাস। তা না করে এহেন সর্বসমক্ষে কেন?

আরো পড়ুন: রাশিয়া থে’কে তেল আমদানি নিয়ে আমেরিকাকে নাক না গলানোর বা’র্তা ভারতের

এর জবাবও অবশ্য দিয়েছেন ওই তৃণমূল নেতা। তাঁর দাবি, ‘সুখ দুঃখের কথা দলের বৈঠকেই বলেছি। বাইরে তো কোথাও বলিনি। প্রসঙ্গত, বুধবারও দলের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় বনগাঁর কাউন্সিলর কৃষ্ণা রায়কে।

তাঁর অভিযোগ ছিল টাকা নিয়ে পদ দেয় তৃণমূল। কৃষ্ণা দেবী বলেন, ‘টাকা দিলেই এই দলে সব পদ পাওয়া যায়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হতে গেলে টাকা ফেলতেই হবে।