সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভুয়ো টি’কা’কা’ণ্ডে জড়িয়ে শাসকদলের নেতারা, তাই সিবিআই তদন্তের নি’র্দে’শ দিচ্ছেন না মমতা: দিলীপ

কসবার ভুয়ো টিকাকরণ কেন্দ্রকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্রমাগত তোপ দেগে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূলের তরফের নেতা-মন্ত্রীদের যোগসাজশ রয়েছে। দিলীপ ঘোষের দাবি, তৃণমূলের তরফে নেতা-মন্ত্রীদের যোগসাজশ থাকার জন্যই মুখ্যমন্ত্রী এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন না। দিলীপ ঘোষের দাবি, কসবার ঘটনায় সঠিক তদন্তের জন্য সিবিআই তদন্ত প্রয়োজন।

দিলীপ ঘোষ আরো বলেছেন, কলকাতা পুরসভা এই ঘটনার সঙ্গে পুরোপুরি সংযুক্ত। পুরসভা আগে থেকেই এই ভুয়ো ক্যাম্পের সম্পর্কে জানত। পুরসভার লোগো ব্যবহার করে টিকাকরণ কেন্দ্র চলছে। দেবাঞ্জন দেবের গাড়িতে পুরসভার লোগো, সমস্ত সরকারি লোগো লাগানো রয়েছে। এখন তৃণমূল কিভাবে বলছে দেবাঞ্জন দেবকে চেনে না? প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি।

দিলীপ ঘোষ আরও উল্লেখ করেছেন, শাসক দলের নেতাকর্মীদের সঙ্গে ওঠা-বসা রয়েছে দেবাঞ্জন দেবের। কোথাও তাকে তাদের পাশেই বসে থাকতে দেখা যাচ্ছে। কোথায় আবার তার হাত থেকে ফুল নিচ্ছেন শাসক দলের নেতাকর্মীরা। লেনদেন চলছে। আজ দেবাঞ্জন ধরা পড়ে গিয়েছে বলেই সবকিছু চেপে ধরার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত উল্লেখ্য, দেবাঞ্জন দেবের ঘটনা প্রসঙ্গে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার প্রশাসন, পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের ভূমিকার প্রতি প্রশ্ন তুলেছেন। সকলের সাহায্য ছাড়া এমনটা সম্ভব নয় বলে দাবি করেছেন তিনি। তিনি এও দাবি করেছেন দেবাঞ্জন দেব সম্পর্কে যা কিছু প্রকাশ্য এসেছে তা হিমশৈলের চূড়া মাত্র। সিবিআই তদন্ত ছাড়া আসল রহস্য উদ্ঘাটিত হবে না বলেই তিনি দাবি করেছেন।