Home রাজ্য সংস্কারে’র পর নতুন’ভাবে উ’দ্বো’ধ’ন মালদা পু’লি’শ হা’স’পা’তা’লে’র

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সংস্কারে’র পর নতুন’ভাবে উ’দ্বো’ধ’ন মালদা পু’লি’শ হা’স’পা’তা’লে’র

সংস্কারের পর নতুনভাবে উদ্বোধন মালদা পুলিশ হাসপাতালের

মালদা,২৪ আগস্ট : সংস্কারের পর মালদা পুলিশ হাসপাতালের ওপিডি এবং ফিজিওথেরাপি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উত্তরবঙ্গ আইজি ডি পি সিং। সংস্কারের পর নতুনভাবে উদ্বোধন করা হয় পুলিশ হাসপাতালের।

বুধবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুলিশ লাইন এলাকায় পুলিশ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নর্থ বেঙ্গলের আইজি ডি পি সিং। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জাসওয়াল, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার অমিত শাহ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

জানা গিয়েছে এদিন ফ্রিতে কেটে পুলিশ হাসপাতালে আউটডোর বিভাগের উদ্বোধন করা হয়। আপাতত ফিজিওথেরাপি ইউনিট এবং কাউন্সিলিং সেন্টারের ব্যবস্থা থাকছে, পুলিশ হাসপাতালে।
এর পাশাপাশি হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

এছাড়াও মালদা জেলার হবিবপুর এলাকায় পুলিশের পক্ষ থেকে ফুটবল কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, সংস্কারের পর নতুনভাবে পুলিশ হাসপাতালে উদ্বোধন করা হয়। বহির্বিভাগ এবং ফিজিওথেরাপি বিভাগের উদ্বোধন করা হয়। এর পাশাপাশি হবিবপুর এলাকায় ফুটবল কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আদিবাসী অধ্যুষিত এলাকায় মহিলা এবং পুরুষ দুই বিভাগের খেলোয়াড়দের উৎসাহ দিতে খেলা সামগ্রী প্রদান করা হয় পুলিশের পক্ষ থেকে।