সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা জো’ড়া উপহার পা’বে ৩০ ডিসেম্বরে, বি’রা’ট খবর মহানগরবাসীদের জন্য

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের অংশ নিতে গিয়ে কলকাতা আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস এর সূচনা করতে পারেন তিনি। আপাতত ট্রেনটিতে শুধুমাত্র এসি চেয়ার কার রয়েছে। তবে আগামী কয়েক মাসের মধ্যে ট্রেনটিতে স্লিপার কোচ যুক্ত হতে পারে বলে জানিয়েছেন রেল দপ্তর। দেশে বর্তমানে ছয়টি রুটে বন্ধে ভারত এক্সপ্রেস চলছে।

এই পরিস্থিতিতেই সবকিছু ঠিক থাকলে ৩০ ডিসেম্বর হাওড়া থেকে চালু হতে পারে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্ধে ভারত এক্সপ্রেস। পাশাপাশি সেদিনই জোকা তারাতলা রুটে মেট্রো চালু হতে পারে। সপ্তাহে ছয় দিন চলাচল করবে এই বন্ধে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি মধ্যে শুধুমাত্র বোলপুর এবং মালদা টাউনে দাঁড়াবে এই ট্রেন।

কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে সময় লাগবে ৮ ঘন্টা যা এখন লাগে বারো ঘন্টা। উল্লেখ্য, এক্সপ্রেস ট্রেনটি মাত্র ৫২ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে চলাচল করতে পারে যা একটি বুলেট ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছে। সুচি অনুসারে হাওড়া থেকে সকাল ৫:৫০ মিনিটে ট্রেনটি ছেড়ে সকাল ১০ঃ৪৫ নাগাদ মালদা টাউনে পৌঁছাবে। সেখান থেকে সকাল ১০:৫০ মিনিটে ছেড়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১:৫০ মিনিটে।

আরো খবর: সিংহের খাঁ’চা’য় বাহাদুরি দে’খা’তে গিয়েছিলেন যুবক! রইলো মা’রা’ত্ম’ক ভিডিও

ফের্তিপথে ট্রেনটি ২.৫০ মিনিটে ছাড়বে নিউ জলপাইগুড়ি থেকে। মালদা টাউনে পৌঁছবে বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে। হাওড়া পৌঁছবে রাত ১০:৫০ মিনিটে। জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো লাইনের প্রথম ফেজ এর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। এই মেট্রোর উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কিন্তু তিনি তা করেননি।

আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রুটে মেট্রো রেলের সূচনা করবেন বলে জানা গেছে। ওয়ান ফ্রেন্ড সিস্টেম অনুযায়ী জোকা তারাতলার মধ্যে এই ট্রেন চলবে অর্থাৎ জোকা থেকে একটি ট্রেন ছাড়বে যা তারাতলা হয়ে ফের জোকায় ফিরে আসবে। জোকা থেকে তারাতলা দূরত্ব 6.5 কিলোমিটার।

ট্রেনটি ঠাকুরপুকুর শখেরবাজার বেহালা চৌরাস্তা বেহালা বাজার এবং তারাতলা, এই ছয়টি স্টেশন ধরবে। স্বাভাবিক গতিতে মেট্রো চলাচল করলে জোকা থেকে তারাতলা পৌঁছাতে সময় লাগে ১৮ থেকে ১৯ মিনিট। সর্বোচ্চ ভাড়া কুড়ি টাকা সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা।