সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুরানো ঝাঁটা বা’তি’ল করার আ’গে এই কথাটি জেনে নিন, পরিবারে আসতে পারে বি’প’র্য’য়

গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে অন্যতম হল ঝাঁটা বা ঝাড়ু। ঝাঁটা মূলত ধুলো-বালি, নোংরা পরিষ্কার করতে ব্যবহার করা হয়। তাই অনেক পরিবারেই এই বস্তুটি অবহেলার বিষয়। কিন্তু জানেন কি হিন্দু শাস্ত্র মতে, মা লক্ষ্মীর সঙ্গে ঝাড়ুর একটা যোগ রয়েছে। সে জন্যই যখন পুরানো ঝাঁটা ফেলবেন তার আগে সতর্ক থাকা প্রয়োজন। তা না হলে ধনদেবী অসন্তুষ্ট হন।

আর সেই কারণেই পরিবারে নেমে আসে অভাব। এ প্রসঙ্গে দিল্লির আচার্য গুরমিত সিং বলেন, পুরনো ঝাড়ু বাতিল করার সময় কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলা দরকার। যেহেতু ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক আছে, তাই নিয়ম অনুযায়ী ঘরে ঝাড়ু রাখলে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে। ঝাড়ুতে পা দেওয়া নিষেধ।

দীপাবলির সময় অনেক পরিবারে নতুন ঝাড়ু কিনে তার পুজো করা হয়। সব জিনিসের মতো ঝাড়ুও ব্যবহারের পর খারাপ হয়ে যায়, তখন পুরনো ঝাড়ু ঘরের বাইরে ফেলে দিয়ে নতুন ঝাড়ু কিনে আনা হয়। অন্যদিকে পুরনো নষ্ট হয়ে যাওয়া ঝাড়ু ঘরে রাখলে পরিবারের নেতিবাচকতাও তৈরি হতে পারে।

আরো পড়ুন: গরু পা’চা’রে’র সঙ্গে প্র’ত্য’ক্ষ যোগাযোগ অনুব্রতর: CBI

তবে পুরনো ঝাড়ু ফেলে দেওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে। শাস্ত্র মতে, বৃহস্পতিবার ও শুক্রবার পুরনো ঝাড়ু ঘরের বাইরে ফেললে মা লক্ষ্মী কুপিত হন এবং ওই ঘরে তিনি আর কখনও থাকেন না। পুরানো ঝাড়ু খারাপ হলেও তা কখনই নালা বা আস্তাকুঁড়ে ফেলা দেওয়া ঠিক নয়। কোনো গাছের নিচেও ঝাড়ু ফেলবেন না।

এমন জায়গায় পুরানো ঝাড়ু ফেলতে হবে যেখানে কখনো কারও পা পড়ে না। শুধু তাই নয়, যাতে ঝাড়ুতে কারও নজরে না পড়ে, তাই সব সময় কোনো কাগজ বা কাপড়ে মুড়ে ঝাড়ু ফেলতে হবে। এমনকি ঝাড়ু পুড়ে যাওয়াও অশুভ বলে মনে করা হয়, তাই ভুল করেও কখনও পুরোন ঝাড়ু পুড়িয়ে ফেলবেন না।

এছাড়া পুরনো ঝাড়ু ফেলার জন্য আদর্শ দিন হল শনিবার। এছাড়া শাস্ত্র মতে, অমাবস্যার দিন ঝাড়ু ফেলার পক্ষে খুব ভালো, কারণ এতে ঘর থেকে সমস্ত বাস্তু দোষ কেটে যায়।