সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার নাম কি আপনার পক্ষে শু’ভ না অ’শু’ভ? নামের কারণেই জীবনে আসতে পারে বা’ধা!

সংখ্যা যে কোন মানুষের ভাগ্য বদলে দিতে পারে, সংখ্যাজ্যোতিষ অনুযায়ী, মুলাঙ্ক দেখে ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় আগে থেকে। নামের অক্ষরের সঙ্গে জড়িত সংখ্যা যোগ করে জানতে পারা যায়, সেই নাম কোন ব্যক্তির জন্য কতটা সৌভাগ্য নিয়ে আসতে পারবে। শুভ নাম ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আনতে পারে। অন্যদিকে কোন ব্যক্তির নামের পক্ষে সংখ্যা যদি অশুভ প্রমাণিত হয়, সেখানে সামান্য সংশোধন করে উন্নতির পথে অগ্রসর হওয়া যায়।

এক্ষেত্রে উল্লেখ করবো, বহু অভিনেতা-অভিনেত্রী আমন রয়েছেন যারা নিজেদের নাম বদলে এসেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে। এই অভিনেতা অভিনেত্রীদের মধ্যে রয়েছেন রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, সোনাম কাপুর, রানী মুখার্জির মতো তারকারা।

ক্যালাডিয়াম পদ্ধতিতে প্রত্যেকটি আলফাবেট এর সঙ্গে একটি নম্বর জড়িত থাকে, এই নম্বর ভাইব্রেশন এবং এনার্জির ধারক এবং বাহক। নিম্নলিখিত পদ্ধতি গুলির মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক আপনার নাম শুভ না অশুভ।

প্রথমে একটি ডেসটিনি নম্বর নির্ণয় করুন, এরপর জন্মতারিখের যোগফল যোগ করুন তার সঙ্গে।

ধরুন, আপনার জন্মদিন যদি ২৪.০৩.১৯৮৯ হয়, তা হলে এর যোগ ফল হবে ২+৪+০+৩+১+৯+৮+৯=৩৬। তার পর ৩+৬=৯।

২. এবার আপনার প্রথম নম্বরের যোগফল বার করুন। যেমন আপনার নাম সন্দীপ (Sandip)হলে, এর যোগফল হবে, ৩+১+৫+৪+১+৮=২২=৪

এবার ক্যালাডিয়ান নিউমেরোলজি হিসেবে কোন সংখ্যা কোন অ্যালফাবেটের সঙ্গে জড়িত, জেনে নিন—

1 – AIJQY

2 – BKR

3- CGLS

4- DMT

5- EHNX

6- UV

7- OZ

8- PF

৩. এবার নিম্নলিখিত চার্টের সঙ্গে নিজের জন্মতারিখ ও নামের অক্ষরের যোগফল মিলিয়ে দেখুন—

১- ২,৩,৯

২- ১,৫

৩- ১,২,৯

৪- ৬,৮

৫- ১,৬

৬- ৪,৫,৭,৮

৭- ৬,৯

৮- ৪,৫,৬

৯- ১,২,৩,৭

আপনার ডেসটিনি নম্বর যদি লাকি নম্বরের সঙ্গে ম্যাচ করে, তাহলে আপনার নাম লাকি। কিন্তু ম্যাচ না করলে অবশ্যই পরামর্শ নিন সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞদের সঙ্গে। সে ক্ষেত্রে আপনার নাম মনের মত পাল্টে দিতে পারেন আপনি।