Home লাইফস্টাইল মে মাসে চাঁদ ও শনির জুটিতে ৩ রাশির জীবনে খা’রা’প কিছু ঘ’ট’তে...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মে মাসে চাঁদ ও শনির জুটিতে ৩ রাশির জীবনে খা’রা’প কিছু ঘ’ট’তে পারে!

জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের মর্যাদা দেওয়া হয়েছে। শনীদেবকে বলা হয় কর্মফলদাতা। তাই সকলে তাকে সমীহ করে চলে। কোনো রকম অন্যায় সহ্য করেন না গ্রহরাজ। আর সমস্ত গ্রহের মধ্যে শনিই সবচেয়ে ধীর গতিতে চলেন। এক রাশি থেকে অপর রাশিতে যেতে শনির সময় লাগে আড়াই বছর। ১৭ জানুয়ারি শনি স্বরাশি কুম্ভে প্রবেশ করেছিল। বর্তমানে এই গ্রহেই শনির গোচর হচ্ছে।

জ্যোতিষ গণনা অনুযায়ী খুব শীঘ্র কুম্ভ রাশিতে অতি অশুভ বিষ যোগ নির্মিত হবে। যার প্রভাব পড়বে সমস্ত রাশির জীবনে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ১২ মে কুম্ভ রাশিতে বিষ যোগ তৈরি হবে। শনি ও চন্দ্রের যুতির ফলে এই যোগ তৈরি হয়। ১২ মে বেলা ১২টা ১৮ মিনিটে চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে, ফলে তৈরি হবে বিষ যোগ।

১৪ মে ভোর ৩টে ২৪ মিনিট পর্যন্ত এই রাশিতে থাকবে চন্দ্র। চন্দ্রের কুম্ভে গোচর কাল পর্যন্ত বিষ যোগের প্রভাব থাকবে। যা কখনোই ভালো বিষয় নয়। কারণ এই দুই দিনে বেশ কিছু রাশির উপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। আসুন জেনে নিই কোন কোন রাশির জাতকদের এই সময়টা সাবধানে থাকতে হবে।

আরো খবর: “সত্যি সত্যিই ঢাকি স’মে’ত বিসর্জন হয়ে গেলো”, বিচারপতিকে খোঁ’চা দেবাংশুর

১. কর্কট রাশি :- কর্কট রাশির জাতকদের জীবনে বিষ যোগের প্রতিকূল প্রভাব পড়বে। এই রাশির অষ্টম স্থানে শনি বিরাজ করছে। কর্কট জাতকদের ওপর শনির আড়াইয়ের প্রভাব রয়েছে। এমন পরিস্থিতিতে ছোটখাটো প্রচেষ্টার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। সমস্ত কাজই বাধার মুখে পড়বে। সন্তানের কারণে চিন্তিত থাকতে পারেন এই রাশির জাতক। দাম্পত্য ও প্রেম জীবনেও নানা সমস্যার সম্মুখীন হতে পারে।

২. কন্যা রাশি :- এই রাশির জাতকদের জন্যও চন্দ্র ও শনির যুতিতে তৈরি বিষ যোগ খুব খারাপ প্রভাব পড়বে। কন্যা রাশির জাতকদের শত্রু আপনার ওপর প্রভাব বিস্তার করবে। এ সময়ে অপ্রয়োজনে কোনও ব্যয় করবেন না। তা না-হলে ক্রমশ ঋণ জালে জড়িয়ে পড়বেন। অন্য দিকে কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে অত্যধিক সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য অধিক পরিশ্রম করতে হবে। মানসিক ও শারীরিক অবসাদের শিকার হতে পারেন।

৩. বৃশ্চিক রাশি :- জ্যোতিষ গণনা অনুযায়ী বিষ যোগের প্রভাবে সমস্যার সম্মুখীন হবেন বৃশ্চিক রাশির জাতকরা। আবার এই রাশিতে শনির আড়াই চলছে। যার ফলে স্বাভাবিক ভাবেই আপনাদের সমস্যা আরও বাড়তে পারে। মানসিক অবসাদে ভুগতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। কোনও লেনদেন বা লগ্নির পূর্বে ভালোভাবে চিন্তাভাবনা করে নেবেন। কারণ এ সময়ে আপনাদের আর্থিক লোকসানের শিকার হতে হবে অধিক পরিশ্রম সত্ত্বেও সাফল্য লাভ না-ও করতে পারেন।

চন্দ্র ও শনির এই বিষ যোগ থেকে রেহাই পেতে কি করবেন আসুন জেনে নিই।

১. শনিবার সর্ষের তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। শনিকে কালো কাপড় নিবেদন করে, শনি চালিসা পাঠ করুন।

২. শনিবার বজরংবলীর পুজো করলেও শনি খুশি হবেন।

৩. আর চন্দ্রের খারাপ প্রভাব থেকে বাঁচতে চাঁদকে মজবুত করার জন্য বট গাছে জল দিন।

৪. আবার রাত জাগার অভ্যাস থাকলে, তা-ও ত্যাগ করুন। এর ফলে চন্দ্র মজবুত হয়ে শুভ ফলাফল প্রদান করে।