সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে লেখাপড়া করলেই ৬ হাজার টা’কা মিলবে, বি’রা’ট সু’যো’গ পড়ুয়াদের

রাজ্যের পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুবিধার্থে একাধিক প্রকল্প এনেছে রাজ্য সরকার। রাজ্যের পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের মেধাবী অথচ দরিদ্র ছাত্রছাত্রীদের কথা ভেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এটি একটি প্রাইভেট স্কলারশিপ। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের উদ্দেশ্যে এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।

এই স্কলারশিপের আওতায় সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে। স্কলারশিপের জন্য আবেদন করতে হলে প্রিভিয়াস ইয়ারের মার্কশীট, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, ইনকাম সার্টিফিকেট , ব্যাংকের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স এবং আধার কার্ড প্রয়োজন। আবেদন করতে হবে অফলাইনে।

সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, PASCHIM MEDINIPUR FUTURE CARE SOCIETY, ALIGUNJ, KELLAPUKUR, P.O- Midnapore, Paschim Medinipur , Pin- 721101।

এই স্কলারশিপের জন্য আবেদন করার শেষ দিন 2022 সালের 31 শে জানুয়ারি। আবেদন পত্রটি https://drive.google.com/file/d/14ua7heaT9ZmTBOLdlwSIatj1zv3ZG0Ws/view ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন।