সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিব পু’রা’ণ হিসেবে এই ৯ ল’ক্ষ’ণ দে’খ’লে বুঝবেন আপনার মৃ’ত্যু আ’স’ন্ন!

দেবাদিদেব শিবকে ‘মহাকাল’ বলা হয়। শিব পুরাণঅনুসারে, ভগবান শিব অমর। তিনি চিরন্তন এবং অসীম। অনেক ধর্মীয় গ্রন্থ এবং পুরাণে শিবের উল্লেখ আছে। সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ হল শিব পুরাণ। এতে মহাদেব সম্পর্কিত অনেক রহস্যময় বিষয়ের উল্লেখ আছে। শিব পুরাণে মৃত্যুর সঙ্গে সম্পর্কিত অনেক লক্ষণ বর্ণনা করা আছে। জ্যোতির্বিদ প্রীতিকা মজুমদার মৃত্যুর এই লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করেছেন।

শিব পুরাণ অনুযায়ী যদি কোনো ব্যক্তি সৌরজগতের কোন নক্ষত্র অর্থাৎ মেরু নক্ষত্র দেখতে না পান এবং রাতে রামধনু  কিংবা দুপুরে উল্কাবৃষ্টি দেখতে পান, তাহলে শিব পুরাণ মতে সেটি মৃত্যুর সংকেত।

যদি কোনো ব্যক্তির চারিদিকে হঠাৎ নীল রঙের মাছি ঘুরে বেড়াতে দেখেন, তাহলে বুঝবেন তাঁর মৃত্যু আসন্ন।এমনকি কোনও ব্যক্তির মাথার ওপর হঠাৎ করে যদি কাক,পায়রা বা শকুন বসে, তাহলে সেটি খুব অশুভ লক্ষণ।

শিব পুরাণে এও বলা আছে যে যদি কারও বাম হাত এক সপ্তাহ ধরে ক্রমাগত কাঁপতে থাকে বা নড়তে থাকে, তাহলে এটি এমন একটি চিহ্ন হতে পারে যার অর্থ, সেই ব্যক্তি মৃত্যু কাছাকাছি পৌঁছে গিয়েছেন।

যাদের ইন্দ্রিয় অর্থাৎ মুখ, নাক, কান এবং জিভ সঠিকভাবে কাজ করে না, তাঁরা কয়েক মাসের মধ্যে মারা যেতে পারেন। শিব পুরাণ অনুসারে, যে ব্যক্তি সূর্য ও চন্দ্রকে কালো রূপে কিংবা চারদিকে ঘুরতে দেখেন, তাহলে এটিও একটি নিকটবর্তী মৃত্যুর লক্ষণ। যেই ব্যক্তি জল, তেল, ঘি এবং আয়নায় নিজের প্রতিফলন দেখতে পান না, মৃত্যু তাঁর নিকটে রয়েছে।

শিব পুরাণ অনুসারে, যখন কোনো ব্যক্তি সূর্য এবং চন্দ্রের চারপাশে লাল বা কালো রঙের উজ্জ্বল বৃত্ত দেখেন এই ধরনের লক্ষণগুলি মৃত্যুর কাছাকাছি একটি সূচক।

যদি কোনো ব্যক্তির সম্পূর্ণ শরীর সাদা এবং হলুদ হয়ে যায় বা যদি শরীরে লাল দাগ দেখা যায়, তবে শিব পুরাণ অনুসারে সেই ব্যক্তির মৃত্যু কাছাকাছি হতে পারে।

যে ব্যক্তি সঠিকভাবে আগুনের আলো দেখতে পান না এবং চারিদিকে ঘন অন্ধকার দেখতে পান, সেই ব্যক্তির মৃত্যু নিকটবর্তী হতে পারে।