সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৌষ মা’সে জ’ন্ম হলে এইসব গুনাগুন গু’লি আপনার ম’ধ্যে রয়েছে নিশ্চয়ই! শুধু বো’ঝা’র অ’পে’ক্ষা

কোনও ব্যক্তির আচার-আচরণ, ব্যবহার এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে কোনো জাতকের ভাগ্য সম্পর্কে অনেকটাই বলে দেওয়া যায়। তবে অনেকেই শাস্ত্রে বিশ্বাসী নন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য নির্ধারণে সাহায্য করে। তাই জ্যোতিষশাস্ত্র মতে, পৌষ মাসে জন্ম হলে, সেই ব্যক্তি সাধারণত খুব উদার ও ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন।

তবে অনেকের মধ্যে নিজের স্বার্থ হাশিল করার জন্য অন্যকে ব্যবহার করার প্রবণতা দেখা যায়। এরা লোকজনকে খুব উপদেশ দেন। পাশাপাশি এরা স্পষ্টবক্তা। আর সেই কারণে অনেকের কাছেই এরা অপছন্দের পাত্র হয়ে ওঠেন। পৌষ মাসে জন্মানো জাতক -জাতিকারা অত্যন্ত সুশৃঙ্খল জীবন যাপন করেন।

পৌষ মাসে যাদের জন্ম তাদের অধিকাংশ ক্ষেত্রে হঠাৎ করেই বিবাহ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তবে এদের বিবাহিত জীবনে প্রচুর সমস্যা দেখা যায়। কিন্তু সমস্যার বহিঃপ্রকাশ হয় না। এরা সঙ্গীর সঙ্গে অনায়াসে সেই সমস্যা আলোচনা করে কাটিয়ে ওঠেন। এদের মধ্যে মনসংযোগ ক্ষমতা প্রচুর পরিমানে থাকে।

এই মাসে জন্মগ্রহণ করেন যারা তাদের মধ্যে যে কোনও কাজে একাগ্রতা লক্ষ করা যায়। এই মাসে জন্মানো জাতক-জাতিকাদের মধ্যে যথেষ্ট পরিমাণে অর্ন্তদৃষ্টি ও জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এদের স্বভাব অত্যন্ত সহজ ও সরল প্রকৃতির। তাই এরা জটিল স্বভাবের মানুষদের থেকে সব সময় নিজেকে দূরে রাখেন।