সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়িতে “জাঁতা” থাকলে পরিবারে সুখ ব’জা’য় থাকে আজীবন! বলছে জ্যোতিষশাস্ত্র

জাঁতা এমন একটি জিনিস যা আমরা সকলেই দেখেছি, অথবা শুনেছি। আগেকার দিনে প্রত্যেকটা বাড়িতে এই জাঁতা ব্যবহার করা হতো প্রত্যেক দিনের কাজের জন্য। সাধারণভাবে এই জাঁতার মাধ্যমে অন্ন অথবা শস্য পেশায় করা হতো। তবে এবার জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে এই জাঁতাতেই নাকি লুকিয়ে রয়েছে পারিবারিক সুখ এবং শান্তি।

জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে বাড়িতে যদি পাথরের জাঁতা রাখা হয় তাহলে,পরিবারের পক্ষে সেটা ভালো। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ,জাঁতাতে যে দুটি পাথর ব্যবহার করা হয় সেই দুটি পাথর হলো শুক্র এবং বুধের প্রতিক। শাস্ত্রে বলা হয় যে জাঁতার নিজের পাথরটি হলো শুক্র এবং উপরের পাথরটি হলো বুধের প্রতিক।

সপ্তম স্থানে বুধ এবং শুক্র এবং তার মধ্যে যে কলটি ব্যবহার করা হয় সেটা হল অষ্টম স্থান। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শুক্র হলো সম্পত্তি, ঐশ্বর্য এই সমস্ত কিছুর অধিপতি এবং বুধ হলো বুদ্ধি, চাকরি এবং ব্যবসার অধিপতি গ্রহ।

শাস্ত্র অনুযায়ী বলা হয় যে, শুক্র যদি বুধকে, অথবা বুধ যদি শুক্রকে সাহায্য না করে তবে বাড়িতে উচিত জাঁতা রাখা। যদি কুষ্ঠির দ্বাদশে শুক্র, সূর্য অথবা যদি বুধ থাকে তবে অনেক সময় অশুভ প্রভাব পড়ে এই জন্যেই উচিত বাড়িতে জাঁতা রাখা, তার ফলে অশুভ প্রভাব তার ফল দেখাতে পারেনা। কুষ্টিতে যদি কখনো দেখেন বুধ এবং শুক্রর স্থান ভালো নেই, তবে বাড়িতে যদি জাঁতা রাখা হয়, পরিস্থিতি উন্নতির দিকে যাবে।