সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুর্গা পু’জো কেমন কা’ট’বে সিংহ রাশির? জানুন কি প্র’ভা’ব পড়বে?

আশ্বিন মাস মানেই বাঙালিরা দুর্গাপুজোর মাস বোঝেন। সকলেই জানতে আগ্রহী থাকেন এই মাস টা তাদের যেমন কাটবে। আজ সিংহ রাশির এই মাসটি কেমন কাটবে সেই নিয়ে আলোচনা করা হলো। সিংহ রাশির জাতক বা জাতিকারা মূলত একটু গম্ভীর, রাগী, জেদী টাইপ -এর হয়ে থাকে। এমনিতে এরা বেশ শান্ত হলেও রেগে গেলে এদের জ্ঞ্যান থাকেনা।

এই রাশির অধিপতি গ্রহ হলো রবি। রাশির ব্যক্তিরা প্রায়ই দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। বৃশ্চিক, মীন, সিংহ ও মেষ রাশির নর নারির সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হবে। তবে এই রাশির জাতকেরা বড়ো বেশি পেটের রোগ, চোখের রোগে ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগে।

এই মাসটি এই রাশির জাতকদের জন্য মানসিক দিক থেকে ভালোই। আপনি পরিবারের সঙ্গে একটি আনন্দদায়ক সময় কাটাবেন, যার কারণে আপনার মন খুশি হবে। আপনি পারিবারিক সম্পত্তি থেকেও লাভ অর্জন করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনুভূতি বৃদ্ধি পাবে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার হৃদয়ের যোগ আরো বেশি করে গভির হবে।

উভয়ের বিশ্বাস একে অপরের প্রতি বাড়বে, যার কারণে আপনার মধ্যে আরও ভাল সমন্বয় দেখা যাবে। পাশাপাশি নিজেদের মধ্যে বসে চলমান বিরোধ মেটাতেও সফলতা আসবে। কর্মজীবনের ক্ষেত্রেও এই সময়টি ভালোই যাবে। আপনি যদি পুলিশ, কোর্ট, আর্মি সেক্টরে কর্মরত থাকেন তাহলে আপনার জন্য সময়টা ভালো যাবে।

কর্মজীবনে সাফল্য পেতে হলে প্রয়োজনের চেয়ে বেশি পরিশ্রম করতে হতে পারে। এই সময়ে এই রাশির জাতকদের অর্থনৈতিক দিন থেকে লাভবান হওয়ার অনেক সুযোগ থাকছে। যারা ব্যাবসা করেন তারা নতুন প্রজেক্ট পেতে পারেন। তবে স্বাস্থের দিকটা একটু নজর দেওয়ার প্রয়োজন আছে। জয়েন্টে ব্যাথা থেকে শুরু করে পেটের সমস্যা সব কিছুই হতে পারে।

তাই বাইরের খাওয়া দাওয়া কম করা ভালো। রাস্তা ঘাটেও দেখে শুনে চলতে হবে। যেকোনো দুর্ঘটনা যেন না ঘটে সতর্ক হতে হবে বেশি করে। এছাড়াও আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম এবং ব্যায়াম অন্তর্ভুক্ত করে, আপনি আপনার অনাক্রম্যতা উন্নত করতে পারেন।