সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কতদিন বাঁচবেন আপনি? হাতের রে’খা ই’ঙ্গি’ত দি’য়ে দেয়

একজন ব্যক্তির জন্ম মৃত্যু সবকিছুই লেখা থাকে তার হাতের রেখায়। আমরা বিশ্বাস করি অথবা না করি জন্ম-মৃত্যুর নির্ধারণ কিন্তু আগে থেকেই করা থাকে আমাদের হাতের রেখায়। হস্ত বিশারদদের মত অনুযায়ী, হাতের রেখা দেখে মানুষের বয়সের অনুমান করা যায় খুব সহজে। এমন কিছু লেখা থাকে এমন কিছু চিহ্ন থাকে যা দেখে মানুষের অতীত ভবিষ্যৎ সহজে বর্ণনা করে দেওয়া যায়। এই লেখাগুলিকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই লাইনের মাধ্যমে ব্যক্তির বয়স অনেক কিছু জানতে পারা যায় যা খালি চোখে আমরা বুঝতে পারি না।

কবজি এবং তালুতে যে রেখাটি মিলিত হয় অর্থাৎ তালুর শেষ এবং কব্জির শুরুতে যে রেখাটি রয়েছে, কাকে বলা হয় ম্যান্ডিবুলার লাইন। ব্রেসলেট তৈরি চিহ্নটি ব্যক্তির বয়স সম্পর্কে তথ্য দেয় খুব সহজে। যে ব্যক্তির দুটি রেখার মধ্যে দূরত্ব থাকে সেই ব্যক্তিকে বলা হয় চিন্তাহীন, স্বার্থপর প্রকৃতির ব্যক্তি।

একজন

কোন ব্যক্তির হাতে যদি শুধুমাত্র একটি লেখা থাকে তাহলে মনে করা হয় তিনি ২৫ বছর পর্যন্ত বাঁচবেন। কোন ব্যক্তির ব্রেসলেটে যদি দুটি লাইন থাকে তাহলে মনে করা হয় সেই ব্যক্তির আয়ু ৫০ বছর। কোন ব্যক্তির ব্রেসলেটে যদি তিনটি লাইন তৈরি হয় তাহলে মনে করা হয় সেই ব্যক্তির আইয়ু ৭৫ বছর।

ব্রেসলেটে চারটি রেখা কেবলমাত্র ভাগ্যবান ব্যক্তির হাতে থাকে, এই ব্যাক্তিরা দীর্ঘায়ু হোন। যদি কোন রেখা কঙ্কন থেকে শনির দিকে যায় তাহলে মনে করা হয় সেই ব্যক্তি খুব ভাগ্যবান হবেন। যদি ব্রেসলেটে স্বস্তি কতবার দ্বীপ চিহ্নের মতো কোন রেখা থাকে তাহলে শুভ বলে মনে করা হয় সেই ব্যক্তির ভাগ্যকে।