সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা ও আশপাশের এ’লা’কা’য় ব্যা’প’ক বর্ষণ ও শিলাবৃষ্টি

জানুয়ারিতে রাজ্যে বৃষ্টি অতি বিরল ঘটনা। তবে এইবছর জানুয়ারিতেও রাজ্যে পিছু ছাড়ল না বৃষ্টি। পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গে নামে বৃষ্টি। কলকাতা ও লাগোয়া এলাকায় প্রবল বর্ষণের সঙ্গে পূর্বাভাস ছিল শিলাবৃষ্টিরও।এদিন কলকাতায় বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, পশ্চিমি ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে একযোগে শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে যোগ হয়েছে আরবসাগর ও বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস। এদিন সন্ধ্যা ৬.৩০ মিনিট নাগাদ আকাশ কালো করে কলকাতায় বৃষ্টি নামে। সঙ্গে ছিল বিদ্যুতের চমক। প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলেও পরে তীব্রতা বাড়ে।

শিলাবৃষ্টি পরে শুরু হয়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শনিবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। সব থেকে বেশি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। রবিবার দুর্যোগ থেকে মুক্তি মিলতে পারে।