Home রাজ্য আগামী ১৯ আগস্টের ম’ধ্যে সরকারি কর্মীদের ব’কে’য়া ৩১% DA দি’তে হবে, রাজ্যকে...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী ১৯ আগস্টের ম’ধ্যে সরকারি কর্মীদের ব’কে’য়া ৩১% DA দি’তে হবে, রাজ্যকে চিঠি

আগামী ১৯শে আগস্ট এর মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। সম্প্রতি কনফিগারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েসের তরফ থেকে নবান্নে আবার এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে।

যেখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের বকেয়া এবার নবান্নকে উক্ত দিনের মধ্যে মিটিয়ে দিতে হবে। গত সোমবার কনফিগারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িসের তরফ থেকে জানানো হয়েছে গত ২০শে মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে তিন মাসের মধ্যে বকেয়া ৩১ শতাংশ ডি এ মেটাতে হবে।

এত ১৮ জুন সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারকে এই মর্ম ইমেইল পাঠানো হয়েছিল। রাজ্য সরকারি কর্মচারীরা বলেছেন ইতিমধ্যেই দুমাস এগারো দিন কেটে গিয়েছে কিন্তু তাদের হাতে এখনো বকেয়া টাকা এসে পৌঁছায়নি।

আরো পড়ুন: ক’ড়া আইন মেনে নি’য়ো’গ হ’বে SSC-তে, থাকবে প্রার্থীদের প্র’তি সহানুভূতি: ব্রাত্য বসু

রাজ্য সরকার এই বিষয়ে কোনো রকম তৎপরতা দেখাচ্ছে না। চিঠিতে জানানো হয়েছে মহামান্য আদালতের নির্দেশ অনুসারে এবার নবান্ন কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া টাকা মিটিয়ে দেবে এমনটাই আশা করা হচ্ছে।

এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে।। সেই অনুযায়ী দু মাস কেটে গেলেও রাজ্য সরকারের তরফ থেকে কোনো হেলদোল দেখা যাচ্ছে না।

হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার বকেয়া টাকা দিচ্ছে না বলে অভিযোগ রাজ্য সরকারি কর্মচারীদের।