Home আবহাওয়া অবশেষে বৃষ্টিপাত শুরু কলকাতায়, বইছে ঝো’ড়ো হাওয়া

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অবশেষে বৃষ্টিপাত শুরু কলকাতায়, বইছে ঝো’ড়ো হাওয়া

অবশেষে কলকাতায় নামল বৃষ্টি। কলকাতায় সন্ধ্যা ৭টা ২০ থেকে ঝমঝম করে বৃষ্টি। সঙ্গে ঠান্ডা হাওয়া। টানা গরম থেকে সুখের স্বস্তি। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে থাকে।

এদিকে স্বস্তির বৃষ্টিকে স্পর্শ করতে অনেকের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন বৃষ্টি হয়েছে কলকাতা এয়ারপোর্ট ও সংলগ্ন এলাকা, নাগেরবাজার, দমদমের একাংশে, বালিগঞ্জে বেহালা, সল্টলেকে।

বৃষ্টির সঙ্গে বিদ্যুতের ঝলক ও মেঘ ডাকার আওয়াজও শুনতে পাওয়া যায়। তবে প্রচন্ড গরমের পরে এদিনের বৃষ্টিকে ঘিরে বাসিন্দাদের মধ্যে খুশির জোয়ার ওঠে।

আরো পড়ুন: এই কারণের জন্য মিঠাই আর শী’র্ষে উঠতে পা’র’ছে না! TRP-র তা’লি’কা’য় পিছিয়ে রয়েছে

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি জেলার একাংশে ঝড় বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সময় বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।