সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুয়ারে রেশন প্র’ক’ল্প মুখ থু’ব’ড়ে পড়ার আ’শ’ঙ্কা! খরচ নিয়ে সন্দিহান ডিলাররা

একুশের বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের একাধিক প্রোজেক্টের শিলান্যাস করেছেন। তার মধ্যে অন্যতম ছিল দুয়ারে রেশন প্রকল্প। তবে দুয়ারের রেশন প্রকল্প নিয়ে বর্তমানে রাজ্যের রেশন ডিলারদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার জন্য যে পরিকাঠামো প্রয়োজন তা এই রাজ্যের নেই বলে অভিযোগ করছেন রেশন ডিলাররা। এই মর্মে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন ডিলারদের একাংশ।

রেশন ডিলারদের দাবি, মুখ্যমন্ত্রীর এই নির্দেশ আইন বিরুদ্ধ। বাড়ি বাড়ি রেশন পৌঁছানোর জন্য গাড়ি, প্রচার এবং সংরক্ষণের খরচ বহন করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই কাজের জন্য প্রচুর লোকবল প্রয়োজন। যা এই মুহূর্তে রেশন ডিলারদের কাছে নেই। অতএব দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়িত করা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানানো হয়েছে হাইকোর্টে।

রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার জন্য গাড়ি, প্রচার এবং সংরক্ষণের খরচ সবকিছুই ডিলারদের বহন করতে হবে। যা করার জন্য রেশন ডিলারদের প্রচুর খরচ হবে। সেই খরচের অর্থ ডিলারদের পক্ষে বহন করা সম্ভব নয় বলে জানানো হয়েছে এই আবেদনে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠেছে এই মামলা।

একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর তরফ থেকে প্রকাশিত ইশতেহার অনুযায়ী স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং লক্ষীর ভান্ডার প্রকল্প ইতিমধ্যেই রাজ্যে চালু হয়ে গিয়েছে। বাকি রয়েছে দুয়ারে রেশন প্রকল্প। তবে এই প্রকল্প নিয়ে রাজ্য সরকারের নির্দেশের বিপক্ষে গিয়ে হাইকোর্টের দায়ের হলো মামলা। মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।