সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সম্বর হরিণ মে’রে এলাহী রান্নার আয়োজন, মালবাজারে বনদপ্তরের জা’লে দুই শি’কা’রি

গরুমারা নর্থ রেঞ্জের বনদপ্তরের জালে দুই অভিযু্ক্ত। তারা সম্বর হরিণ হত্যা করে রান্নার আয়োজন করেছিল। তবে রসনাতৃপ্তির আগেই শিকারীদের পর্দাফাঁস।

তাদের মালবাজার মহকুমার নর্থ ইংডং এলাকা থেকে আটক করা হয়েছে। কিছু রান্না করা এবং ১১ কেজি কাঁচা মাংস বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বনদপ্তরের আধিকারিকরা বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পান, মালবাজার মহকুমার নর্থ ইংডং এলাকায় একটি বাড়িতে সম্বর হরিণের মাংস রান্না হচ্ছে।

আরো পড়ুন: সুশান্তের মৃ’ত্যু’র পর দুই প্রেমিকার ম’ধ্যে মুখোমুখি দে’খা, যা করলেন দুজনে!

সেই অনুযায়ী গরুমারা নর্থ রেঞ্জের রেঞ্জার সুদীপ দে বনকর্মীদের সঙ্গে নিয়ে ওই এলাকার বাড়িটিতে হানা দেয়। এছাড়াও তাঁদের সঙ্গে ছিল গরুমারার প্রশিক্ষিত কুকুর আরল্যান্ড।

বাড়িটি ঢুকে বনকর্মীরা বুঝতে পারেন, গোপন সূত্রের মাধ্যমে সঠিক খবরই পেয়েছেন তাঁরা। কারণ, আধিকারিকরা পৌঁছে দেখেন ওই বাড়িটিতে হরিণের মাংস রান্না হচ্ছে। কিছু কাঁচা মাংসও দেখতে পান তাঁরা।