সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জা’নে’ন কি গণেশ পুজো ক’রা উ’চিৎ দু’বা ঘা’স দি’য়ে! দে’খে নি’ন

জানেন কি গণেশ পুজো করা উচিৎ দুবা ঘাস দিয়ে! দেখে নিন

আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেক দেবতার একটি নির্দিষ্ট করে দিন থাকে পুজো করার জন্য। প্রত্যেক দেবতার যেমন নির্দিষ্ট একটি দিন তাকে তেমন নির্দিষ্ট কিছু প্রিয় বস্তু থাকে যা দিয়ে আরাধ্য দেবতাকে পূজা করলে তারা খুশি হয়ে যান। হনুমানজির দিন যেমন মঙ্গলবার, ভগবান শিবের দিন যেমন সোমবার, তেমন সপ্তাহের বুধবার দিনটি হল গণেশ আরাধনার জন্য নির্দিষ্ট দিন। এই বুধবার গণেশ জি কে দুবা ঘাস দিয়ে পুজো করলে বিশেষ ফল লাভ হতে পারে।

কিন্তু কেন গণেশ পুজো করা উচিৎ দুবা ঘাস দিয়ে চলুন জেনে নেওয়া যাক।

এর পেছনে রয়েছে পুরাণ কাহিনী। অনালা সুরের অ’ত্যা’চা’রে যখন দেবতারা বি’র’ক্ত হয়েছিলেন তখন দেবরাজ ইন্দ্র গণপতির কাছে গিয়ে প্রার্থনা জানান এর একটি বিহিত করার জন্য। অনলাসুরকে বধ করার জন্য গণেশ নিজেকে একটু শিশুতে পরিণত করে ফেলেন এবং অসুরের বিরুদ্ধে যু’দ্ধে অবতীর্ণ হন।

অনিলা সুর অগ্নি’গোলক ছুড়ে শিশুরুপি গণেশের সঙ্গে যু’দ্ধ শুরু করতে চান। স্বাভাবিকভাবেই গণেশ সমস্ত আঘাত অবলীলায় সহ্য করে নেন। একে রে’গে গিয়ে অ’সু’র অবশেষে গনেশকে খেতে উ’দ্য’ত হন। ঠিক তখনই গণেশ নিজের শিশুর উপরে একটি বিরাট রূপ ধারণ করেন এবং অ’সু’র’কে গিলে ফেলেন।

কিন্তু এরপরই গণেশের শরীরে শুরু হয়ে যায় তীব্র য’ন্ত্র’ণা। দেবী পার্বতী তখন গণেশের সারা শরীরে চন্দনের প্রলেপ দিয়ে দেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়না। অন্যদিকে দেবতারা নানাভাবে গণেশের ক’ষ্ট উপশম করার চেষ্টা করতে থাকেন। শেষ পর্যন্ত মহামুনি কাশ্যপ ২১ টি দূর্বাঘাস গণেশের মাথায় নিবেদন করেন এবং গণেশের সমস্ত ক’ষ্ট দূর হয়ে যায়। এরপর থেকে গণেশকে দূ’বা’ঘাস নিবেদন করলে ভীষণভাবে খুশি হয়ে যান।