সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই তিন রাশি শনির সাড়ে সাতির ক’ব’লে, এই জিনিসগুলো শনিবার ক’রে কিনবেন না

গত ১৭ ই জানুয়ারি মকর রাশি থেকে নিজের রাশিফল কুম্ভতে প্রবেশ করেছে শনি। এই রাশি পরিবর্তনে কিছু কিছু রাশির জাতক জাতিকারা সাড়ে সাতি দশা থেকে মুক্তি পেয়েছেন। মীন কুম্ভ এবং মকর রাশির জাতক-জাতিকাদের তৃতীয় পর্যায়ে সাড়ে সাতি চলছে। তাদের জন্য শনিবার এবং মঙ্গলবার কিছু বিধি নিষেধ রয়েছে না পালন করলে বিপদের কবলে পড়তে হতে পারে।

যেমন শনিবার হলেও লোহার সামগ্রী কিনবেন না। লোহা তৈরি কোন জিনিস কাউকে ধার দেবেন না কিংবা নেবেন না। শুধু লোহার তৈরি খুঁটিনাটি জিনিস নয়, লোহার আসবাবপত্র কেনা থেকে বিরত থাকতে হবে।

আবার শনিবারে কালো তিল ও তেল নিবেদন করে পুজো করা বিশেষ শুভ বলে মনে করা হয়। কিন্তু ভুলেও শনিবার এই জিনিসগুলি কিনবেন না। শনিবার দিন ইচ্ছে হলেও নতুন পোশাক কিনবেন না। এর ফলে দুঃখের সাগরে ভাসবেন।

আরো খবর: ফের ট্রো’লে’র শি’কা’র শ্রাবন্তী, কনে সেজে ছবি দিতেই বি’য়ে’র নম্বর নিয়ে খোঁ’চা, রইলো ছ’বি

এছাড়া শনিবার দিন চামড়ার সামগ্রী জুতো চামড়ার জ্যাকেট কিংবা পার্স কেনা থেকে বিরত থাকতে হবে। শুধু শনিবার নয় মঙ্গলবারেও কালো রঙে পোশাক পড়বেন না। সাড়ে সাতি দশা থাকলে মাংস ভক্ষণ এবং মদ্যপান করা চলবে না।

কেউ যদি পুরোপুরি মদ মাংস না ছাড়তে পারেন তবে অন্তত মঙ্গল ও শনিবার এই দুটি খাবার থেকে দূরে থাকতে হবে। এছাড়া কোন পশু পাখির উপর অযথা আক্রমণ করবেন না। গুরুজনদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না।

শনিবারে ব্যবসা ক্ষেত্রে কিংবা লেনদেনের ক্ষেত্রেও বড় অংকের লেনদেন না করাই ভালো। রাতে কোথাও ভ্রমণ করবেন না যদি নেহাত বের হতে হয় তবে বাড়ির কাউকে নিয়ে বেরোন। অহেতুক কারো সঙ্গে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া না করাই ভালো।