সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন বিনিয়োগ আ’ন’তে আমেরিকায় যে’তে পারেন মুখ্যমন্ত্রী!

তফসিলি জাতি উন্নয়ন খাতে বাজেট, সংরক্ষণ বৃদ্ধি করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের লক্ষ্য রাজ্যে নতুন শিল্প গড়ে তোলা। রাজ্যে বিনিয়োগ আসুক এই মর্মে বিদেশ সফর করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমেরিকার বড় বড় সংস্থাগুলিকে এই রাজ্যে আমন্ত্রণ জানানোর জন্য আমেরিকা সফরের বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীঘ্রই এই উদ্দেশ্যে আমেরিকা উড়ে যেতে পারেন তিনি।

আমেরিকান চেম্বার অব কমার্সকে শুক্রবার এই মর্মে রাজ্যের তরফ থেকে একটি বার্তা পাঠানো হয়েছে। সবকিছু যদি পরিকল্পনামাফিক চলে তাহলে শীঘ্রই বিদেশ সফরের দিন ঠিক করবে রাজ্য সরকার। এই রাজ্যে কর্মসংস্থান একটি বড় ইস্যু। সেই ইস্যু নিয়ে বরাবর বিরোধীরা রাজ্য সরকারের বিরোধিতা করে। প্রচুর পরিমাণে কাজের সুযোগ আনতে তাই এবার বিদেশ থেকে বিনিয়োগ টানার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী।

কিছুদিন আগেই পানাগড়ে কারখানা উদ্বোধনে গিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। একইসঙ্গে তিনি দাবি করেন, রাজ্যে তার আমলে ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন ১৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার রাজ্যে বিনিয়োগ আনার জন্য তাই আমেরিকা সফরে যাওয়ার কথা ভাবছেন তিনি।

উল্লেখ্য সম্প্রতি আমেরিকান চেম্বার অব কমার্সের পশ্চিমবঙ্গকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। আমেরিকান চেম্বার অফ কমার্সের তরফ থেকে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী অমিত মিত্র এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। বেশ কয়েক হাজার সংস্থা আমেরিকান চেম্বারের সঙ্গে যুক্ত রয়েছে। উল্লেখ্য এই রাজ্যে অবশ্য আমেরিকান বিনিয়োগ নতুন কোনো কথা নয়।

২০১০-১১ অর্থবর্ষে রাজ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ যেখানে ৯.৫ কোটি ডলার ছিল সেখানে ২০১৯-২০ সালে তা প্রায় ৬০.৮০ কোটি ডলারে পৌঁছেছে। তথ্যপ্রযুক্তি, উৎপাদন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, লজিস্টিক্স-সহ বিভিন্ন ক্ষেত্রে আমেরিকান বিনিয়োগ হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কর্মসংস্থান।