সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতায় ফের চিটফা’ন্ড, ২ হাজার কোটি প্র’তা’র’ণা’য় দা’য়ে গ্রে’ফ’তা’র মালিক

খোদ কলকাতার বুকে গড়ে উঠেছিল বিশাল চিটফান্ড সংস্থা। 2000 কোটি টাকার প্রতারণার দায়ে ডিরেক্টরেট অফ ইকনোমিক অফেন্স উইংসের হাতে গ্রেপ্তার হলেন চিটফান্ড কর্তা শান্তি সুরানা। বালিগঞ্জের বহুতল থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

চিটফান্ডের কায়দায় তিনি বহু ধনী এবং প্রভাবশালী লোকের থেকে টাকা তুলেছেন। তবে সেই টাকা তিনি ফেরত দিতে পারেননি। 2021 সালের ডিসেম্বর মাস থেকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়া শুরু হয়েছে।

এ পর্যন্ত তার বিরুদ্ধে প্রায় ৯টি অভিযোগ দায়ের হয়। 60 বছর বয়সী ব্যক্তিদের টার্গেট করতো তার সংস্থা। প্রাথমিকভাবে বিত্তবান বয়স্কদের টার্গেট করতো এই সংস্থা। মোটা টাকার রিটার্ন দেওয়ার কথা বলে তাদের টাকা জমা করা হতো।

আরো পড়ুন: বাণিজ্য সম্মেলনের সা’ফ’ল্য! বাংলায় বিনিয়োগ হবে ৩ লক্ষ ৪২ হাজার কোটি টা’কা, ঘো’ষ’ণা মুখ্যমন্ত্রীর

তবে টাকা ফেরত না দিয়ে এই সংস্থা মাঝখানেই যোগাযোগ বন্ধ করে দেয়। পুলিশের পাশাপাশি ইডিও এই নিয়ে খোঁজখবর শুরু করে দেয়। তবে এই তদন্ত বেশিদূর এগোয়নি। রাজ্য সরকার এই নিয়ে বিশেষ নজরদারি শুরু করে দেয়। তারপর বৃহস্পতিবার রাতে আটক করা হয় ওই সংস্থার কর্ণধারকে।

এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। 2007 থেকে 2016 সাল পর্যন্ত এরা বাজার থেকে দুই হাজার কোটি টাকা তুলেছে বলে জানা যাচ্ছে। অনেকেই জীবনের শেষ সম্বল এবং জমিজমা বিক্রি করে সংস্থার কাছে জমা রেখেছিলেন টাকা। তাদের টাকা ফেরত দেয়নি এই সংস্থা।