সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্য জু’ড়ে বৃষ্টি’র সম্ভা’বনা! জা’না’লো আলিপুর আব’হাওয়া দ’প্ত’র

রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা! জানালো আলিপুর আবহাওয়া দপ্তর

রাজ্য বাসীর জন্য সুখবর, আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি, এমনই বার্তা দিল আবহাওয়া দপ্তর। তবে শুধু দক্ষিণবঙ্গ নয় গোটা উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি। কলকাতায় থাকবে মেঘলা আকাশ এবং বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

মাঝারি বৃষ্টি হওয়ার সাথে সাথে হতে পারে ঝড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যেই পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া সহ বীরভূমে হতে পারে বৃষ্টি, সাথে হতে পারে ঝোড়ো হাওয়া। কিন্তু, বৃষ্টি হওয়ার পরেও আগামী দুদিন তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী থাকবে।

বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প থাকার কারণে অস্বস্তি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে হালকা।

বৃষ্টির পরিমাণ বাড়বে সপ্তাহের শেষের দিকে, শনিবার এবং রবিবার তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরে বর্ষাকাল এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

সিজনের আগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কেরলে। বৃহস্পতিবার কলকাতা সহ বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম জেলা গুলিতে ভারী বৃষ্টি দেখা গেছে সঙ্গে ছিল ঝড়ো হাওয়া। বোলপুর, শান্তিনিকেতনে ভারী বৃষ্টির সাথে সাথে ঝড়ো হাওয়া বইছিলো।