সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতায় ফের উ’দ্ধা’র বা’ন্ডি’ল বান্ডিল টা’কা, চলছে ED-র ত’ল্লা’শি

কলকাতার বিভিন্ন জায়গা থেকেই এখন দফায় দফায় টাকা উদ্ধার হয়ে চলেছে, আজ সকালেও ইডি ফের কলকাতার বুকের থকে টাকা উদ্ধার করেছে। গার্ডেন্রিচ পরিবহন সংস্থার এক ব্যবসায়ী নিসার খানের বাড়ির থেকে বিপুল টাকা উদ্ধার করেছে। খাটের তলা থেকে এই বিপুল টাকা উদ্ধার করেছে ইডি। যেখানে প্লাস্টিকে মোড়া প্যাকেটে ৫০০ টাকার বান্দিল উদ্ধার করেছে ইডি।

টাকার পরিমাণ এতটাই যে গোনার জন্য ইতিমধ্যেই টাকা গোনার মেশিন আনা হয়েছে। মনে করা হচ্ছে এই টাকা বিপুল, ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্স থেকে আরও ইডি অফিসারেরা রওনা দিয়েছে। তবে গোটা এলাকাকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে। এত টাকা উদ্ধার এখন প্রায়শই হয়ে চলেছে, তবে একজন পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে পাহাড় প্রমাণ টাকা উদ্ধার কিভাবে? এই টাকার সাথে কি কোনোভাবেই কয়লা কিংবা গরুপাচারের লিঙ্ক রয়েছে? তা খতিয়ে দেখবে এবার ইডি।

এই নিসার খানের খিদিরপুরের বিভিন্ন অঞ্চলে নাকি একাধিক অফিস রয়েছে, সেখানেও যেতে পারে ইডি এমনটাই শোনা যাচ্ছে। নিসার খানের পরিবারের বাকি সদস্যের সাথে কথা বলা হচ্ছে। বিভিন্ন নথীপত্র উদ্ধার হয়েছে ইতিমধ্যেই, বাড়ির লোকজন সহ পরিচারিকাদের সাথেও কথা বলা হচ্ছে।

আরো পড়ুন: রেস্টুরেন্টের মেনু কা’র্ডে এবার থেকে লেখা থা’ক’বে ক্যালোরির পরিমাণ, বি’রা’ট পদক্ষেপ কেন্দ্রের

তবে পরিবারের অনেকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাথে সাহায্য করছে না, ইতিমধ্যেই মহিলা পুলিশকেও আনা হয়েছে। এদিকে আবার মেটিয়াবুরুজ থানায় খবর দিয়ে এলার্ট করা হয়েছে। চলছে ভিডিগ্রাফী। শুধু কিন্তু গার্ডেন্রিচ নয়, পার্ক স্ট্রিট, মোমিনপুর সব জায়গাতেই তল্লাশি চালিয়েছে তারা, এখন কোন জায়গার সাথে কোন জায়গার মিল রয়েছে সেটা তদন্তের শেষে জানা যাবে।