সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দীঘার হোটেল নি’য়ে ব’ড়ো খবর, ন’য়া নিয়ম জানুন

আপনি কি দীঘা ভ্রমণ করার কথা ভাবছেন?। তাহলে আপনার জন্য একটি খারাপ খবর আছে। হোটেল খরচ বাড়ছে দিঘাতে। যারফলে পকেটে চাপ বাড়বে ভ্রমণপ্রিয় পর্যটকদের। প্রায় সব হোটেলেই বাড়ছে খরচ।

তবে, যে হোটেলগুলিতে 1000 টাকার নীচে রুম পাওয়া যায়, সেগুলিতেই বাড়ছে খরচ। তবে এই নতুন নিয়ম মোটেই শুধু দিঘার জন্য নয়। সারা দেশেই বাড়ছে 1000 টাকার নীচের হোটেল খরচ।

এক ধাক্কায় 1000 টাকার নীচের হোটেলে খরচ বেড়ে যাচ্ছে। 18 জুলাই থেকে GST-তে আসছে বড়সড় পরিবর্তন এসেছে। শেষ GST কাউন্সিলের মিটিংয়েই এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরো পড়ুন: বলি সুন্দরীরা টা’কা যেদিকে ওদিকেই ছুটে যান! ব্যবসায়ীদেরই হা’ত করেছেন এই ৫ সুন্দরী

এই সিদ্ধান্ত লাগু হল চলতি সপ্তাহের সোমবার থেকে । এর আওতায় 1000 টাকার নীচের হোটেল রুমের ক্ষেত্রে GST লাগু করা হয়েছে। 1000 টাকার নীচের হোটেলে 12 শতাংশ GST চার্জ দিতে হবে।

এরফলে 900 টাকার হোটেল ভাড়ায় GST বসবে আরও 108 টাকা। অর্থাৎ 900 টাকার হোটেল রুম নিতে পর্যটকদের খরচ করতে হবে 1008 টাকা।