সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশে’র ম’ধ্যে ব’ধু নি’র্যা’ত’নে সব’থেকে এ’গি’য়ে বাংলা! উ’ঠে এ’লো ভ’য়া’ব’হ ত’থ্য

দেশের মধ্যে বধু নির্যাতনে সবথেকে এগিয়ে বাংলা! উঠে এলো ভয়াবহ তথ্য

বধু নি’র্যা’ত’নে সবথেকে এগিয়ে রয়েছে বাংলা। ২০২১ সালের পরিসংখ্যান অনুসারে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। ন্যাশনাল ক্রাইমস রেকর্ডস ব্যুরোর তরফ থেকে দায়ের করা রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে আইপিসি ৪৯৮ ধারাতে ১৯৯৫২ টি মামলা হয়েছে পশ্চিমবঙ্গে। পণের দাবিতে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের অ’ত্যা’চা’রে’র বিরুদ্ধে এই মামলাগুলি দায়ের করা হয়েছে।

পশ্চিমবঙ্গের পরেই এই তালিকাতে উত্তরপ্রদেশের স্থান রয়েছে। গত বছর ১৮৩৭৫টি মামলা দায়ের হয়েছিল সেখানে। এরপর রয়েছে রাজস্থান। এই রাজ্যে ১৬ হাজার ৯৪৯টি মামলা নথিভুক্ত হয়। গোয়া একেবারে শেষ সারিতে রয়েছে বলে জানা যাচ্ছে। নাগাল্যান্ডের দুটি এবং সিকিমে মাত্র তিনটি মামলা দায়ের হয়েছে। গোয়াতে মাত্র একটি মামলা দায়ের হয়েছে।

পশ্চিমবঙ্গের মহিলা চেয়ারপারসন লীনা গাঙ্গুলী অবশ্য বিষয়টিকে পজিটিভ ভাবে নিয়েছেন। তিনি জানিয়েছেন এই পরিসংখ্যান অনুসারে বোঝা যাচ্ছে রাজ্যের মহিলারা অপরাধের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাচ্ছেন। গার্হস্থ হিংসা সমাজে রয়েছে। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এটি রয়েছে। তবে এই রিপোর্টের ইতিবাচক দিক হলো এই যে পশ্চিমবঙ্গের মহিলারা অভিযোগ জানাতে পারেন।

লীনা গাঙ্গুলী আরো বলেছেন এই রিপোর্ট নিয়ে কোন সিদ্ধান্তে আসা সঠিক হবে না। অন্যান্য রাজ্যে হিংসার শিকার হওয়া নারীরা অভিযোগ জানানোর সুযোগটাই পান না বলে জানিয়েছেন তিনি। চলচ্চিত্র নির্মাতা সুদেষ্ণা রায়ও বলেছেন বাংলার মহিলারা জোর গলায় কথা বলতে ভয় পান না। পুরুষের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও ভয় পান না। অন্যান্য রাজ্যে এটা হয় না।