সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যে সনাতন ধর্মে বিশ্বাসীরা বে’শি অ’ত্যা’চা’রে’র শি’কা’র হচ্ছেন: শুভেন্দু অধিকারী

একুশের নির্বাচনের পর থেকেই রাজ্যজুড়ে অশান্তির চলছে। বিজেপির দাবি নির্বাচনের পর থেকেই তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণ চালাচ্ছে। তাদের বাড়িঘর ভেঙ্গে দেওয়া হচ্ছে। আতঙ্কে ঘর ছেড়েছেন বহু মানুষ। নির্বাচনের ফল প্রকাশের পর পানিহাটিতে বেঙ্গল কেমিকেল কারখানার কাছে শ্যামাপ্রসাদ ভবনের সামনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিও ভেঙে দেয় দুষ্কৃতীরা।

শনিবার বিকেলে বিজেপির তরফ থেকে আয়োজিত অনুষ্ঠানে সেখানে আবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন বিজেপি তরফের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি কিশোর কর ও পানিহাটি কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

অনুষ্ঠান চলাকালীন বিরোধী তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের সামনে তিনি বলেন তৃণমূলের হার্মাদরা দলীয় কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। যেখানে হামলা চালাতে পারছে না, সেখানে রাজ্য পুলিশকে কাজে লাগানো হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

কেশপুরে বিজেপি কর্মীদের চায়ের দোকানে বসা নিয়ে ফতোয়া জারি করেছে তৃণমূল। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্য যা কিছু চলছে তা সভ্য বাঙালি জাতির কাছে লজ্জার বিষয়। সারা দেশজুড়ে এই নিয়ে চর্চা চলছে বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তবে মুকুল পুত্র শুভ্রাংশু রায় প্রসঙ্গে এদিন একটি কথাও খরচ করেননি নন্দীগ্রামের বিধায়ক।