সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শেষ মুহূর্তে বিজেপি প্রার্থীকে বে’ধ’ড়’ক মা’র, ভ’র্তি হাসপাতালে

কলকাতা পুরভোট চলাকালীন দফায় দফায় উত্তপ্ত। কোথাও দেদার বোমাবাজি, তো কোথাও পুলিশের সামনেই এজেন্ট-প্রার্থীকে দফায় দফায় মারধর তো কোথাও আবার ভুয়ো ভোটারের অভিযোগ সামনে এসেছে। এমনকী বিরিয়ানি খাইয়ে ভোটারদের প্রলুদ্ধ করার অভিযোগও সামনে এসেছে।

রবিবার পুরভোটের শেষ মুহূর্তে আক্রান্ত 86 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রাজশ্রী লাহিড়ী। ওই ওয়ার্ডের ভোটার কে ধরতে পিছু ধাওয়া করেন রাজশ্রী। মাঝপথে তার উপর উল্টো হামলা চালায় এক জন দুষ্কৃতী। ইট দিয়ে মাথায় আঘাত করা হয় তাকে। ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়েন তিনি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, এবারের কলকাতা পুরভোটে এ বার মোট ভোটার ৪০,৪৮,৩৫২ জন।এদিকে এদিন সকাল ১১ টা পর্যন্ত কলকাতা পুরভোটে ভোটদানের হার ১৯ শতাংশ ছুঁয়েছে। এদিকে এজেন্টকে মারধর সহ একাধিক অভিযোগে ১০০, ১০১, ১০২, ১১০ এই চার ওয়ার্ডের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে সিপিআইএম। স্বচ্ছ ভোটের দাবিতে বাঘাযতীন মোড় অবরোধও করেছে সিপিআইএম-র কর্মী সমর্থকেরা। এদিন টাকি বয়েজ স্কুলের সামনে বোমাবাজির ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।