সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার কি ডিসেম্বরে জ’ন্ম? তবে জেনে নিন কে’ম’ন মানুষ আপনি

বাঙালী কিন্তু অনেকটাই শীতকাতুরে, নভেম্বর পেরিয়ে ডিসেম্বর আসলেই কিন্তু শীতের দরজা আরও যেনো বেশী খুলে যায়, আর তার ফলেই বিছানা, কম্বলের প্রতি ভালোবাসাটা আরও বেশী যেন বৃদ্ধি পায় সবার। ডিসেম্বর মানেই শীত বিষয়ক উৎসব, যার মধ্যে আমাদের চড়ুইভাতি, ক্রিস্টমাস, মেলা, সার্কাস সব মিলিয়ে দারুণ একটা ব্যাপার। গত দুবছর থেকে করোনা এসে আমাদের মনের আনন্দকে একেবারেই কেড়ে নিয়েছে, কিন্তু গত দু বছরের তুলনায় এই বছর অনেকটাই বেশী সেফ। তাই এবারের শীতের আমেজকে মাটিতে মিশিয়ে দিতে না চাইলে এখনই তৈরী হয়ে যান।

তবে যাদের জন্মটাই ডিসেম্বর মাসে, তাহলে তো কোনো কথাই নেই, এই সবের সাথে তাদের নিজের জন্মদিন পালন করাটাও একটি বিশেষ ব্যাপার। এই ডিসেম্বরে জন্মানো জাতক জাতিকেরা কেমন মানুষ হয় সেটা এবার জেনে নেওয়া যাক। তারা আসলে অন্মেকটাই দিলখোলা হয়, নিজের সাথে নিজের শেকড়ের টানটা অনেকটাই হয় এদের। সহজ সরল ভাবে থাকতেই ভালোবাসে এরা। আন্তরিকভাবে সরল, সৎ হয়। কোনোভাবেই তারা অসৎ পথের সমর্থন করে না।এরা অনেকটাই ডাউন টু আর্থ হয়ে থাকে, নিজের সততার কথা ঢোল পিটিয়ে জানায় না। তাদের সাথে থাকলে একটা ইতিবাচক ভাইব পাওয়া যায়।

এই ডিসেম্বরে জন্মানো জাতক জাতিকারা অন্যকে তাদের কাজকর্মের মাধ্যমে অনুপ্রাণিত করে থাকে। মানুষ মাত্রই খারাপ ভালো নিয়েই। আর সেই কারণেই তুলনামূলকভাবে এই সব জাতক জাতিকাদের মধ্যে প্রতিভার ভাগটাই বেশী লক্ষ্য করা যায়।এরা কিন্তু সুপ্ত প্রতিভার মালিক। নিজের প্রতিভার স্বাক্ষর রাখে সর্বদা তারা তাদের কাজের মধ্য দিয়ে। আর এদের অর্থ উপার্জন ও সঞ্চয় সব কিছুই সৎ ও প্রতিভার দ্বারাই।