সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কো’নো স্কুলে গণটোকাটুকি হলে বা’তি’ল হতে পারে অনুমোদন: সংসদ

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণটোকাটুকি আটকাতে এবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফ থেকে জানানো হয়েছে কোনো কেন্দ্রে যদি গণটোকাটুকি হয় তাহলে ওই কেন্দ্রের সব পড়ুয়ার ফল আটকে দেওয়া হবে।

পড়ুয়াদের অপরাধের মাত্রা বিবেচনা করে স্কুলের অনুমোদনও বাতিল হতে পারে বলে জানানো হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বৃহস্পতিবার এই কথা জানিয়ে দিয়েছেন।

আগামী শনিবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। 27শে এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে। পড়ুয়ারা নিজ নিজ স্কুলে পরীক্ষা দেবে। 6627 টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলবে।

আরো পড়ুন: আজ April Fool ডে, ১০ টি উ’পা’য়ে বো’কা বানান প্রিয়জনকে

প্রায় সাত লক্ষ 45 হাজার 66 জন পড়ুয়া এইবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা এইবছর 71000 বেশি। সর্বমোট 56 টি বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।

সাধারণ নির্বাচনের মত প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে একজন বিশেষ পর্যবেক্ষক থাকবেন। নিজে নিজে স্কুলের পরীক্ষায় পক্ষপাতিত্বের অভিযোগ আটকাতে এই ব্যবস্থা করা হয়েছে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়ে দিয়েছেন যদি কোনো পরীক্ষা কেন্দ্রে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সে ক্ষেত্রে সেই পরীক্ষা কেন্দ্রের বিশেষ পর্যবেক্ষক বিষয়টি সংসদকে জানাবেন। সংসদ এরপর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে।

আরো পড়ুন: বি’রা’ট স’ঙ্ক’টে’র মু’খে ভারত! পেট্রোল ও ডিজেল এই কয়েকদিন পর নাও পে’তে পারেন

স্কুলের ফলাফল স্থগিত হতে পারে। এমনকি স্কুলের অনুমোদন বাতিল হয়ে যেতেও পারে। সকাল 10 টা থেকে দুপুর 1 টা 15 পর্যন্ত কঠোর নজরদারির মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বলে জানানো হয়েছে।

পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে কোনো পরীক্ষার্থী শৌচালয় যেতে পারবেন না। পড়ুয়াসহ শিক্ষকদের কাছেও মোবাইল রাখা চলবে না।