সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রে’গে গিয়ে রাজ্যপালকে ব্লক ক’রে দিলেন মমতা

রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত রাজ্য রাজনীতিতে নতুন কোনো ইস্যু নয়। প্রায় দিনই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। রাজ্যপাল জগদীপ ধনখড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সোশ্যাল মিডিয়াতে নিত্যদিন অশান্তি লেগেই থাকে। তাদের মধ্যে পত্রযুদ্ধও কিছু কম হয় না। তবে এবার এই সংঘাত সমস্ত সীমা অতিক্রম করে গেল।

সম্প্রতি রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার একটি সাংবাদিক বৈঠকে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নিতান্তই বাধ্য হয়ে রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছেন। তিনি এই বিষয়টি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কানে তুলেছেন বলেও উল্লেখ করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছি। ব্লক করতে বাধ্য হয়েছি, এমনটাই দাবি তার। তারপর তিনি বলেন প্রধানমন্ত্রীকেও তিনি বিষয়টি জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রীকে জানিয়েও শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি। রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ, হাইকোর্টের প্রাক্তন প্রধান‌ বিচারপতির ফাইল, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের ফাইল আটকে রেখেছেন তিনি। হাওড়া-বালি বিলও রাজ্যপাল আটকে রেখে দিয়েছেন বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

এমন সমস্ত অভিযোগের কথা তুলে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বিঁধেছেন সাংবাদিক বৈঠকে। এই রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সংঘাত ক্রমে নতুন মাত্রায় পৌঁছে গিয়েছে। যার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলেও শোরগোল চলছে।