সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজোর আগেই জ’রু’রী ভি’ত্তি’তে আধার নথিভুক্তকরণ সব ছাত্র-ছাত্রীদের, ঘো’ষ’ণা করলো রাজ্য

এবার থেকে স্কুলপড়ুয়াদের আধার কার্ড নথিভূক্ত করবে রাজ্য সরকার। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে তাই আগামী পয়লা অক্টোবর থেকে পাইলট প্রজেক্ট চালু করা হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের আধার নথিভুক্তকরণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার কারণেই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। প্রাথমিকভাবে এমনটাই অনুমান করা হচ্ছে।

পুজোর আগেই এই পাইলট প্রজেক্ট শুরু হয়ে যাচ্ছে। পুজোর পরেও এই প্রজেক্ট চলবে বলে জানানো হয়েছে। বিভিন্ন জেলার জেলা স্কুল পরিদর্শকরা প্রধান শিক্ষকদের এই বিষয়ে জরুরি নির্দেশ পাঠাতে শুরু করেছেন বলে জানা যাচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেসকল পড়ুয়াদের আধার কার্ড নেই তাদের নাম ‘বাংলার শিক্ষা’ পোর্টালে অন্তর্ভুক্ত করতে হবে।

সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই কাজ চলবে বলে জানানো হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ মেনে এই কাজ চলবে বলে জানিয়েছে রাজ্য সরকার। কিভাবে এই নাম নথিভুক্ত করার কাজ হবে সেই বিষয়ে আট দফা নির্দেশিকাও পেশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কখন আধার নথিভুক্তকরণের কাজ চলবে সেই বিষয়ে অভিভাবকদের আগে থেকেই খবর দিতে হবে।

স্কুল চত্বর, এসআই অফিস, বিডিও অফিসে আধার নথিভুক্তকরণের কাজ চলবে। যেদিন এই কাজ চলবে সেদিন স্কুলের প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা এবং এই কাজের সঙ্গে জড়িত শিক্ষক-শিক্ষিকাদের ওই কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। আগামী পয়লা অক্টোবর থেকে ৮ ই অক্টোবর পর্যন্ত কাজ চলবে। তারপর পুজোর পর বাকি কাজ চলবে।