সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৃতীয়বারের জন্য চীনের প্রেসিডেন্ট পদে নি’র্বা’চি’ত হলেন শি জিনপিং

তাহলে কি একনায়কতন্ত্র চালু হতে চলেছে চিনে, কারণ এবার চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এক ইতিহাস গড়ল।পরপর তিনবার চীনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন তিনি। আজ শুক্রবার চীনা পার্লামেন্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শী-জিনপিং তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন।

জানা গেছে চিনা পার্লামেন্টের সমস্ত সদস্যের একমতেই তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন তিনি। এদিকে আবার দেশের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ঝাও লেজি ও পার্লামেন্টের প্রধান পদে বসতে চলেছেন হান ঝেং। চিনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হয়েছিলেন শি জিনপিং।

চিনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও জে দং-এর পরে একমাত্র জিনপিং এই পদে আসীন হয়েছেন। নিয়ম অনুযায়ী সাধারণ সম্পাদক হিসেবে দশ বছর থাকার পর সেখান থেকে অব্যাহতি নেওয়ার কথা ছিল। কিন্তু সেই নিয়মকে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে দলের শীর্ষ পদে নিজের জায়গা কায়েম রেখেছে জিনপিং।

আরো খবর: ট্রাকের পিছনে কেন ব’ড়ো করে “OK” লেখা থাকে? কারণ জানলে অ’বা’ক হতে বা’ধ্য

ঠিক একই পথ অবলম্বন করে দেশের প্রেসিডেন্ট পদ কেউ কুক্ষিগত করে ফেলেছেন তিনি। আর তার ফলেই পরপর তিনবার চিনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন তিনি। যেটা কিনা অনেকেই মাওয়ের নজির ছুয়ে ফেলার সাথে তুলনা করছে।