সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শয়নকক্ষের এক কো’ণে ঠাকুর ব’সি’য়ে পু’জো করছেন? কি কি ভু’ল করছেন জেনে নিন

ঘরের, পরিবারের কল্যাণের জন্য আমরা পুজো অর্চনা করে থাকি। কিন্তু সেদিকেও কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। না হলে কল্যাণের জায়গায় অকল্যাণই ঘটবে। তাই মঙ্গল অমঙ্গল কীসে কীসে হয় সেদিকে গুরুত্ব দেওয়া সবথেকে আগে প্রয়োজন। অমঙ্গল এড়ানোর অনেক উপায় রয়েছে বইকি। প্রথমত, বাড়ি বা ফ্ল্যাটের ঠিক ঘরটিতে বা ঘরের ঠিক স্থানটিতে যথাযথ ভাবে ঠাকুরদেবতার ছবি বা মূর্তি স্থাপন করা।

বাড়ির ঠিক কোথায় বসে পুজো করবেন তারও রয়েছে কিছু নিয়ম। বাস্তুশাস্ত্র অনুসারে, পুজোর জন্য সব চেয়ে উপযোগী জায়গা হল বাড়ির উত্তর-পূর্ব কোণ। এই কোণটিকে পুজোর স্থান হিসেবে নির্বাচন করলে সংসারে সুখশান্তি আসে, মনও ভালো থাকে। কিন্তু ঘটনাচক্রে কোণটি যদি হয় আপনার বেডরুম, তা হলে কিন্তু হয় পুজোর জায়গা বদল, নয় বেডরুমের জায়গা বদল করতেই হবে। ।

এমন অনেকেই আছেন যারা বেডরুমে র এক কোণে পুজো করেন। তবে পুজোর জায়গা আলাদা হলে, অর্থাৎ পুজোর আলাদা ঘর থাকলে তা সংসারের পক্ষে খুবই মঙ্গলজনক। একান্ত তা যদি না করা সম্ভব হয়, তা হলেও অন্তত বেডরুমে যেন নিত্যদিনের পুজোর ব্যবস্থা না করা হয়। এতে মঙ্গল তো হবেই না, উল্টে অমঙ্গলের আশঙ্কা বাড়বে।