সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেইমানি করে জি’ত’লো, রইলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে T20 ম্যাচের নাটকীয় মু’হূ’র্তে’র ভিডিও

পাকিস্তান ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বিরল নজির‌ গড়েছে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই নজির গড়তে সমর্থ হলেন বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল।

গত সোমবার বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের শেষ বলে প্রয়োজন ছিল দুই রান। মাহমুদুল্লাহ বল করতে গেলে সে বল না খেলে কেবলমাত্র ব্যাট তুলে নেন পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ নওয়াজ। তখন বল গিয়ে লাগে উইকেটের। কিন্তু আম্পিয়ার আউট এর পরিবর্তে বস্কেটবল ঘোষণা করে। আর এরপরই বাংলাদেশি সমর্থক রা পাকিস্তানি দলের বিরুদ্ধে এই ব্যাট তুলে নেওয়ার ঘটনা কে বেইমানি বলে মনে করেছেন।

তবে, সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপেই পাকিস্তান দল বুঝিয়ে দিয়েছিল, সম্পূর্ণ এক ভিন্ন ধারার ক্রিকেট খেলছে তারা। যেখানে কোন ব্যক্তি নন, গোটা দল গুরুত্বপূর্ণ। আর তার প্রমাণ পাওয়া গেল তাদের শেষ জেতা ৯টি টি-২০ ম্যাচের ক্ষেত্রে। যেখানে দলের হয়ে ম্যান অফ দি ম্যাচ জিতেছেন ৯ জন আলাদা আলাদা ক্রিকেটার।