বেশিরভাগ কেন্দ্রীয় সরকারি অফিস গুলি সপ্তাহে ৫ দিন খোলা থাকে।কিন্তু এক্ষেত্রে ব্যাতিক্রম ব্যাঙ্ক। ব্যাঙ্ক গুলি আগে সপ্তাহে ৬ দিন খোলা থাকতো।পরবর্তীতে মাসের ২ ও ৪ নাম্বার শনিবার ছুটি ঘোষণা করা হয়,কিন্তু এর পরিবর্তে বাকি শনিবার গুলি হাফ’ডের পরিবর্তে ফুল’ডে করা হয় ।
এবার থেকে হয়ত সপ্তাহে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক।অন্যান্য সেন্ট্রাল অফিসের মত মাসের ৪টি রবিবারের সঙ্গে এবার থেকে সবকটি শনিবারও ছুটি ঘোষণা করার সম্ভাবনা রয়েছে ব্যাঙ্কের ক্ষেত্রেও।
দীর্ঘ ৭ বছরের লড়াইয়ের পরে অবশেষে সবুজ সঙ্কেত পাওয়া গেছে।গত মঙ্গলবার মুম্বইয়ে একটি বৈঠকে বসেন ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলির সংযুক্ত মোর্চা United Forum of Bank Unions (UFBU) এবং Indian Banks’ Association (IBA)-র সদস্যেরা।
আরো খবর: স্ত্রী ঘরে পর’কী’য়া’য় ম’ত্ত! হাতেনাতে ধ’রে ফেললেন স্বামী, দেখে নিন পরের ঘ’ট’না
এই বৈঠকে ব্যাঙ্কে ৫ কর্মদিবসের সপ্তাহ ঘোষণা করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর এই প্রস্তাবটি কেন্দ্রীয় অর্থমন্ত্রকে পাঠানো হয়। এই প্রস্তাবে সবুজ সংকেত পাওয়া শুধু সময়ের অপেক্ষা। ফলে হাসি ফুটেছে ব্যাঙ্ক কর্মীদের মুখে।
অন্যদিকে, সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক খোলা থাকলে, ব্যাঙ্ক কর্মীদের কাজের দিনগুলিতে বেশি সময় কাজ করতে হবে। বর্তমানে ব্যাঙ্ক সকাল ১০টায় খোলে এবং ৪ টায় বন্ধ হয়। কিন্তু সপ্তাহে ৫ দিন কাজ হলে ব্যাঙ্ক খোলার সময় হবে সকাল ৯ টা ৪৫ মিনিট এবং ব্যাঙ্ক বন্ধ করার সময় সন্ধ্যা সাড়ে ৫ টা।