সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন ম’দে’র ‘নাম পাতিয়ালা পেগ? জেনে নিন কারণ

মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু মদ্যপান না করলেও আপনি মদ সম্পর্কে অনেক কিছুই শুনে থাকবেন। বিভিন্ন মদের ব্র্যান্ড সম্পর্কে আপনার ধারণা থাকতেই পারে। তেমনই পাটিয়ালা পেগ এর কথা নিশ্চয়ই আপনি শুনেছেন।

অনেক সময় সিনেমায় অথবা আশেপাশের মানুষের কাছ থেকে এই নাম আপনি শুনে থাকবেন। যারা নিত্য মদ্যপান করেন তাদের কাছে পাটিয়ালা পেগ লার্জ পেগের থেকেও বড়।

এত বেশি পরিমাণ অ্যালকোহল অনেকেই সহ্য করতে পারে না একসাথে। আবার অনেকেই পাটিয়ালা পেগ খেতেই ভীষণভাবে পছন্দ করেন।

আরো পড়ুন: কাশ্মীর ফাইলস ফিল্মের জন্য অভিনেতা-অভিনেত্রীরা কে কত টা’কা পারিশ্রমিক নিয়েছেন?

অনেকে বলেন পাতিয়ালা পেগ বানানো হয় ১২০ এমেলের মত মদ দিয়ে। ফলে অনেকটাই মদ এর মধ্যে থাকে তাই অনেকেই এই পেগ খেয়ে সহ্য করতে পারেন না। এবার আসা যাক পাতিয়ালা পেন সম্পর্কে বিস্তারিত আলোচনায়।

পাতিয়ালা রাজা ভূপিন্দর সিং এর সঙ্গেই প্যাগের ওতপ্রোতভাবে যোগাযোগ রয়েছে। ১৯০০ সাল থেকে ১৯৩৮ সাল পর্যন্ত পাতিয়ালা রাজা ছিলেন তিনি। অনেকে বলেন, রাজা গোবিন্দ সিং নিজের রোলস রয়েলস এচোড়ে শহরের আবর্জনা বোঝাই করেছেন।

গোবিন্দ সিং এর একটি বিশেষ পোলো দল ছিল যেখানে চারজন শিখ খেলতেন একসাথে। একবার এক আইরিশ দলকে খেলার জন্য নিমন্ত্রণ জানিয়েছিলেন ওই রাজা। খেলার আগে অ্যালকোহল দেওয়া হয়েছিল আইরিশ খেলোয়াড়দের।

আরো পড়ুন: দুবাইয়ে বিলাসবহুল বাংলো, আ’ছে ১২ কোটির গাড়ি, আর কি কি আ’ছে শাহরুখ খানের?

তারাও বিদেশি দল হিসেবে ক্ষমতা প্রদর্শন করতে বেশি মদ্যপান করতে শুরু করে দেন। বেশি মদ্যপানের কারণে স্বাভাবিকভাবেই বিদেশি দলের কোন খেলোয়ার ভালো খেলতে পারেননি।

বিদেশীরা এই বিষয়ে অভিযোগ করলে, রাজা গোবিন্দ সিং জানিয়েছিলেন, পাটিয়ালায় পেগ বড় হয়। বিদেশি খেলোয়াড়দের আগে থেকে জানা উচিত ছিল। তারপর থেকেই পাটিয়ালা পেগ মানে বড় পেগ বোঝানো হয়।