সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কে’নো বলা হয় কোজাগরী লক্ষ্মী পুজো? জেনে নিন নি’র্ঘ’ন্ট

আজ দ্বাদশী। মা দুর্গা ফিরে গেছেন কৈলাসে। চারিদিকে বিষাদের সুর। তাও কিছুটা হলেও আমাদের মনকে এটা বলেই সান্ত্বনা দিচ্ছি, আর কয়েকদিন বাদেই আছেন মা লক্ষ্মী। ইতিমধ্যেই বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গেছে লক্ষ্মী পুজোর তোড়জোড়।

বাংলার ঘরে ঘরে প্রতিবছর পূজিত হন মা লক্ষ্মী। কালীপুজোর দিনের মানেই লক্ষ্মীপুজোর আরাধনা করে থাকেন, এদিন অলক্ষী কে বিদায় করা হয়। এছাড়াও ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি এবং চৈত্র সংক্রান্তিতে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। তবে আশ্বিন মাসের শেষ পূর্ণিমায় যে লক্ষ্মীপুজো হয়ে থাকে, তাকে বলা হয় কোজাগরী লক্ষ্মী পূজা।

কোজাগরী শব্দের অর্থ ” কো জাগতি”। যার অর্থ, ” কে জেগে আছো”? মনে করা হয়, এইদিন কোজাগরী লক্ষ্মী প্রত্যেকের বাড়ি বাড়ি এসে আশীর্বাদ করে যান। কিন্তু যে বাড়ির দরজা বন্ধ থাকে, সেই বাড়িতে দেবী প্রবেশ করেন না। মুখ ফিরিয়ে চলে যান। এই কারণে রাত জেগে মা লক্ষ্মীর পুজো করা হয়। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে এই পুজো হয় বলে এই পূজা কে বলা হয় কোজাগরী লক্ষ্মী পূজা।