সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রামলালা-কে কবে রামমন্দিরে প্র’তি’ষ্ঠা করা হবে? দিনক্ষণ জা’না গেল

কবে শেষ হবে রামমন্দির এর কাজ? কবে রামলালাকে প্রতিষ্ঠিত করা হবে নবনির্মিত মন্দিরে? এই নিয়ে নতুন করে আবার শুরু হয়েছে জল্পনা। ভূমি পূজার প্রায় ২ বছর হয়ে গেল, এখনও মন্দিরের সম্পূর্ণ হওয়ার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। তবে চলতি বছরেই রাম ভক্তদের জন্য এক দারুণ খবর শুনিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

ট্রাস্টি বোর্ডের দাবি মন্দিরের ৭০% কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। খুব দ্রুতই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দির। এই নিয়ে অবশ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানিয়েছেন, আগামী বছরের ১ লা জানুয়ারী থেকেই ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে।

এদিকে আবার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হিসেবরক্ষক স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজ জানিয়েছেন মন্দিরের নির্মাণ কাজ শেষ হলেই শ্রীরামের মূর্তি প্রতিষ্ঠা করা হবে। এর সাথে ভক্তদের জন্যও খুলে দেওয়া হবে মন্দির।। এখন শুধু মূর্তি পূজার অপেক্ষা।

আরো খবর: অনুব্রতর মা’ম’লা লড়তে কে কোটি কোটি টা’কা জোগান দি’তো? খুঁ’জে বের করলো ED

কারণ মূর্তি স্থাপন হয়ে গেলেই নিত্যপূজা শুরু হবে। আর সেদিন থেকেই ভক্তরা সহজেই দর্শন করতে পারবেন। তবে মন্দির উদ্বোধন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা দাবি করছে রাম মন্দিরের উদ্বোধনের দিনক্ষণ লোকসভা ভোটের কথা মাথায় রেখেই ঠিক করা হয়েছে।

তবে এই দাবি উড়িয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের উদ্বোধনের সাথে আগামী লোকসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি।