সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যা কিছুই করেছি নিজের দ’মে’ই করেছি, কেউ কিছু তু’লে ধরেনি মুখের সামনে: রণবীর সিং

বলিউডের অন্যতম সুপারস্টার রণবীর সিং। ২০১০ সালে তাঁর অভিনয় জীবন শুরু হয়। মণীশ শর্মা পরিচালিত ‘ব্যান্ড বাজে বারাত’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছিল এই জনপ্রিয় অভিনেতার। ছবিটি বাণিজ্যিকভাবে বেশ সফল হয়েছিল। এই ছবিতে অভিনয় করে রণবীর শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে একটি ফিল্মফেয়ার পুরস্কার পান। ব্যস, আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একাই লড়াই করে সফলতার সিঁড়ি চড়েছেন। এখনও নিজের লড়াই বজায় রেখেছেন। তাঁর চেহারা যেমন ফিট তেমনি পাল্লা দিয়ে তাঁর অভিনয় দক্ষতা। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ! একে একে রামলীলা, গল্লি বয়, পদ্মাবত প্রতিটা ছবিই কাঁপিয়েছেন তিনি।

তাঁর জনপ্রিয়তা যে কম নয়, সোশ্যাল মিডিয়াই তার প্রমাণ। সোশ্যাল মিডিয়াতে রয়েছে ৩৬ মিলিয়নেরও বেশি ফলোয়ার। প্রতিনিয়ত অনুগামীদের উদেশ্যে ছবি ভিডিও শেয়ার করে থাকেন অভিনেতা। মাঝে মধ্যেই আবার অদ্ভুত সমস্ত সাজে ধরা দেন প্রিয় দর্শকদের কাছে। গত জুন মাসে বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড Gucchi -র পোশাকের বিজ্ঞাপনে অদ্ভুত সাজে দেখা গিয়েছিল রণবীরকে। যেকারণে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছিল ব্যাপক চর্চা।

তবে লোকের কথায় খুব একটা কর্ণপাত করেননা রনবীর। সম্প্রতি নিজের সুঠাম চেহারার ছবি শেয়ার করে রণবীর ক্যাপশনে লিখেছেন, ‘কেউ আমাকে হাতে তুলে কিছু দেয়নি ভাই #grind #mondaymotivation.’ বর্তমানে বিটাউনে নেপোটিজমের দিকে একপ্রকার আঙ্গুল তুলেছেন বললেই চলে। অভিনেতাকে জিমে ঘাম ঝরাতে দেখা গেছে। মাথায় পনি টেইল করে চুল বাঁধা, কানে ডায়মন্ডের ইয়ার রিং, গলার লকেট তাঁর শৈলী এবং তার মনে দৃঢ়তা প্রতীক হিসেবে দেখা যাচ্ছে। তার বাইসেপস এবং ট্রাইসেপস ছবিগুলোতে দৃশ্যমান। বলার অপেক্ষা রাখে না, এমন ছবির সাথে ক্যাপশনটি ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি। এই ছবিতে লাইক পড়েছে ১১ লক্ষেরও বেশি। পাশাপাশি কমেন্ট বক্সও ভরে উঠেছে নেটিজেনদের মন্তব্যে। সাথে রয়েছে একাধিক সেলিব্রিটিরও কমেন্ট।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনকে বিয়ে করেছেন রণবীর। তারা দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। সদ্য ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রণবীর। রণবীরের বিপরীতে থাকছেন আলিয়া ভাট। এছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে ধর্মেন্দ্র, শাবানা আজমি এবং জয়া বচ্চনকে। সূত্রের খবর, তাঁর অভিনীত স্পোর্টস ড্রামা ‘এইট্টি থ্রি’ সিনেমাহলে মুক্তি পেতে চলেছে এই ক্রিসমাসে। ছবিতে অভিনেত্রী স্ত্রী দীপিকা পাড়ুকোনও অভিনয় করেছেন। ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপটে এই ছবি।