Home টাকাপয়সা সিনিয়র সিটিজেনদের ট্যাক্স সেভিং Fixed Deposit-এ ক’তো সুদ দি’চ্ছে? রইলো তা’লি’কা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সিনিয়র সিটিজেনদের ট্যাক্স সেভিং Fixed Deposit-এ ক’তো সুদ দি’চ্ছে? রইলো তা’লি’কা

প্রবীণ নাগরিকদের সুবিধার্থে ফিক্স ডিপোজিট ক্ষেত্রে দারুণ সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে ট্যাক্স সেভিংস এফডিতে টাকা রাখলে অনেক উপকার হবে। উচ্চ হারে সুদে বেশি টাকা পেতে পারেন। ফিক্স ডিপোজিটে আর্থিক ঝুঁকি ছাড়াই নিশ্চিত রিটার্ন পাবেন। আয়কর আইনের 80c অধীনে ট্যাক্স বাঁচানোর জন্য বিনিয়োগ করার উল্লেখ রয়েছে।

ট্যাক্স সেভিংস স্কিমে পাঁচ বছরের জন্য টাকা জমা রাখতে পারবেন। যে ব্যক্তির নামে সেভিংস একাউন্ট রয়েছে তিনিই সেই ব্যাঙ্কে ফিক্স ডিপোজিটের জন্য আবেদন করতে পারবেন। কোন আর্থিক প্রতিষ্ঠান যেখানে লাভজনক সুদের হার দেওয়া হচ্ছে সেই প্রতিষ্ঠানেও অ্যাকাউন্ট খুলতে পারবেন।

নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেভিংস একাউন্ট স্থানান্তর করা যাবে। ট্যাক্স সেভিংস একাউন্ট খোলার আগে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সুদের হার তুলনা করতে হবে। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র বার্ষিক সুদের ক্ষেত্রে 5.4 শতাংশ হারে সুদ দিচ্ছে। পাঁচ বছর পর দেড় লক্ষ টাকা হয়ে দাঁড়াবে 196140 লক্ষ টাকা।

আরো পড়ুন: Paytm: মাত্র ২ মিনিটে ২ লক্ষ টা’কা’র লোন! জেনে নিন আবেদন পদ্ধতি

ব্যাঙ্ক অফ বরোদা 5.75 শতাংশ হারে সুদ দিচ্ছে। এর ফলে দেড় লক্ষ টাকা থেকে পাঁচ বছর পরে 199555 টাকা পাওয়া যাবে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 5.7 শতাংশ হারে সুদ দিচ্ছে। এতে দেড় লক্ষ টাকা 199063 টাকায় পৌঁছাবে। কানাডা ব্যাঙ্ক 6.25 শতাংশ হারে সুদ দিচ্ছে। এর ফলে দু’লক্ষ টাকা পাঁচ বছর পর বেড়ে হবে 204531 টাকা।

অন্যদিকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 6% হারে সুদ দিচ্ছে। এর ফলে দেড় লক্ষ টাকা পাঁচ বছর পরে 202028 টাকা হবে। ইন্ডিয়ান ব্যাঙ্ক 5.75 শতাংশ হারে সুদ দেবে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক 5.95 শতাংশ হারে সুদ দেবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 5.75 শতাংশ হারে সুদ দেয়।

পাঞ্জাবি এবং সিন্ধ ব্যাংক 5.90 শতাংশ হারে সুদ দেয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 6.3 শতাংশ হারে সুদ দেয়। ইউকো ব্যাংক 5.8 শতাংশ সুদ দেয়। অ্যাক্সিস ব্যাঙ্ক 6.5, বন্ধন ব্যাংক 6.35, এইচডিএফসি 6.1, আইসিআইসিআই 6.1, কোটাক ব্যাঙ্ক 6.25, হারে সুদ দিচ্ছে।